পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Clash with App Cab Driver: অ্যাপ-ক্যাবচালকের সঙ্গে বার সিঙ্গার ও সঙ্গীর হাতাহাতি, তদন্তে পুলিশ - কলকাতা পুলিশ

বড়দিনের (Christmas 2022) উৎসবের মধ্যেই অশান্তি ৷ বুকিং বাতিল করা নিয়ে একটি অনলাইন অ্যাপের ক্যাবচালকের (App Cab Driver) সঙ্গে হাতাহাতিতে (Clash) জড়ালেন এক মহিলা বার সিঙ্গার (Bar Singer) ও তাঁর বন্ধু ৷ ঠিক কী ঘটেছিল ?

Bar Singer Clash with App Cab Driver during Christmas 2022
প্রতীকী ছবি ৷

By

Published : Dec 26, 2022, 4:28 PM IST

কলকাতা, 26 ডিসেম্বর: বড়দিনের (Christmas 2022) উৎসব চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ তা সত্ত্বেও অশান্তি যে একেবারে আটকানো গেল, তা নয় ৷ সোমবার ভোররাতে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে এক অনলাইন অ্যাপ-ক্যাবচালকের (App Cab Driver) সঙ্গে হাতাহাতিতে (Clash) জড়ালেন এক মহিলা ও তাঁর বন্ধু ৷ ওই মহিলা আদতে থাইল্য়ান্ডের বাসিন্দা ৷ পেশায় বার সিঙ্গার (Bar Singer) ৷ বর্তমানে কলকাতার চৌবাগা এলাকায় থাকেন তিনি ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় দুই পক্ষের মধ্যে ঝামেলা মিটমাট করে দেওয়া হয়েছিল ৷ কিন্তু, সোমবার সকালে ওই মহিলা ও তাঁর বন্ধুকে ফের তিলজলা থানায় ডেকে পাঠানো হয় ৷ কীভাবে এবং কেন ঘটনা ঘটেছিল, তা নিয়ে দু'জনকেই জিজ্ঞাসাবাদ করা হয় ৷ প্রসঙ্গত, ওই ঝামেলার পর সংশ্লিষ্ট দুই পক্ষের তরফ থেকেই তিলজলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন:পার্ক সার্কাস ময়দান থেকে উদ্ধার অ্যাপ-ক্যাব চালকের দেহ, আটক 2

ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রবিবার রাতে বড়দিন উপলক্ষে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি পানশালায় দীর্ঘক্ষণ গানের অনুষ্ঠান করেন থাইল্যান্ড থেকে আসা ওই সঙ্গীতশিল্পী ৷ তারপর তিনি একটি অনলাইন অ্য়াপের মাধ্যমে ক্যাব বুক করেন ৷ কিছুক্ষণের মধ্যেই সেখানে গাড়ি নিয়ে পৌঁছে যান ক্যাবচালক ৷ এদিকে, ঠিক সেই সময়েই ওই মহিলার এক বন্ধুও সেখানে হাজির হন ৷

ক্যাবচালকের অভিযোগ, ওই মহিলা তাঁকে ডাকার পরও বন্ধুর গাড়িতে উঠে বাড়ির পথে রওনা হতে যান ! কিন্তু ক্যাবচালক তাঁকে বাধা দেন ৷ কারণ, তিনি ওই মহিলার বুকিং নিয়েই সেখানে পৌঁছেছিলেন ৷ অভিযোগ, এরপর ওই মহিলা ক্যাবচালককে বুকিংটি বাতিল করে দিতে বলেন ৷ কিন্তু, তিনি নিজে বুকিং বাতিল করতে রাজি হননি ৷ উলটে ক্যাবচালককে বলেন, তাঁকেই বুকিং বাতিল করতে হবে ! এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায় ৷

এরপর ওই ক্যাবচালক আপদকালীন নম্বরে ফোন করে লালবাজার ট্রাফিক কন্ট্রোলে সমস্ত ঘটনা জানান ৷ তাঁর মোবাইল লোকেশন ট্র্যাক করে জানা যায়, ঘটনাটি ঘটেছে তিলজালা থানা এলাকায় ৷ এরপর তিলজলা থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ ততক্ষণে ক্যাবচালকের সঙ্গে রীতিমতো হাতাহাতি শুরু করে দিয়েছেন ওই মহিলা ও তাঁর সঙ্গী ৷ পুলিশের মধ্যস্থতায় তখনকার মতো বিবাদ থামে ৷ দুই পক্ষকেই সেখান থেকে চলে যেতে বলা হয় ৷ এরপর পুলিশের কাছে দুই তরফ থেকে দু'টি অভিযোগ জমা পড়ে ৷

সোমবার ওই মহিলা এবং তাঁর সংশ্লিষ্ট পুরুষ সঙ্গীকে তিলজলা থানায় ডেকে পাঠানো হয় ৷ দীর্ঘক্ষণ তাঁদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ পরে ওই ক্যাবচালককেও ডেকে ঘটনা প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details