কলকাতা, 21 মে : বহাল রইল আইনজীবীদের কর্মবিরতি । আগামী 24 মে পর্যন্ত চলবে কর্মবিরতি । প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ না করার জন্যই কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানাল বার কাউন্সিল । পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য বার কাউন্সিলের তরফে চিঠি পাঠানো হয়েছে ।
হাওড়া পৌরনিগম ও হাওড়া আদালত পাশাপাশি । পৌরনিগম কর্মীদের একাংশের অভিযোগ, পৌরনিগম চত্বরে আইনজীবীরা নিজেদের গাড়ি পার্ক করেন । এর ফলে, তাঁরা গাড়ি পার্ক করতে পারেন না । তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাধে । ক্রমশ তা হাতাহাতিতে গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পৌরকর্মী ও আইনজীবীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । আক্রান্ত হন আইনজীবীদের একাংশ । এরপরই আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে 25 এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল ।