পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উঠল কর্মবিরতি, আজ থেকে কাজে ফিরছেন আইনজীবীরা

একমাসের মাথায় উঠল আইনজীবীদের কর্মবিরতি । যদিও বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন আইনজীবীদের একাংশ । তাদের দাবি, কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখনও না কি কাউন্সিলে হাজির ছিলেন না হাওড়া আদালতের আইনজীবীরা । তাঁদের অনুপস্থিতিতেই না কি কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফাইল ফোটো

By

Published : May 25, 2019, 5:36 AM IST

কলকাতা, 25 মে : দীর্ঘ একমাসের মাথায় উঠল আইনজীবীদের কর্মবিরতি । গতকাল বার কাউন্সিল জানায়, হাওড়া আদালতের ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আইনজীবীরা যে কর্মবিরতি পালন করছিল তা প্রত্যাহার করা হল । আজ থেকে আদালতের কাজকর্ম স্বাভাবিক হবে । কাজে যোগ দেবেন আইনজীবীরা ।

হাওড়া আদালতের ঘটনায় কলকাতা হাইকোর্টে দোষীদের শাস্তির দাবিতে যে মামলা দায়ের হয়েছিল তার রায়ে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও অরিন্দম মুখার্জির ডিভিশন বেঞ্চ বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন । এই কমিটি গঠিত হবে প্রাক্তন বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্তর নেতৃত্বে । সেই কমিটিকে তিনমাসের মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট জমা করতে বলা হয়েছে । বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে, সেই রিপোর্ট দেখে পরবর্তী নেওয়া হবে ।

যদিও বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন আইনজীবীদের একাংশ । কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত যখন নেওয়া হয় তখনও না কি কাউন্সিলে হাজির ছিলেন না হাওড়া আদালতের আইনজীবীরা । তাঁদের অনুপস্থিতিতেই না কি কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় । পরে তাঁরা এই সিদ্ধান্তের কথা জানতে পেরে বিক্ষোভ শুরু করেন । বার কাউন্সিলের ভিতরেই তুমুল বাকবিতণ্ডা চলতে থাকে । হাওড়া আদালতের আইনজীবীরা মাইক নিয়ে ঘোষণা করেন তাঁরা কর্মবিরতি প্রত্যাহারের এই সিদ্ধান্ত মানছেন না । কর্মবিরতি চলবে ।

তাহলে কি প্রত্যাহার করা হল আইনজীবীদের কর্মবিরতি ? এই প্রশ্নের উত্তরে এক আইনজীবীর গলাতেও সংশয়ের সুর শোনা যায় । তিনি বলেন, "বুঝতে পারছি না । বার কাউন্সিল জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে রাজ্যের সব আদালতেই কাজকর্ম স্বাভাবিক হবে । কিন্ত, হাওড়া আদালতের আইনজীবীরা যেভাবে আজ থেকেই আপত্তি জানাতে শুরু করেছে তাতে নতুন করে আবার কোনও ঝামেলার সূত্রপাত হচ্ছে কি না বুঝতে পারছি না ।"

ABOUT THE AUTHOR

...view details