কলকাতা, 9 জুন : নারদ মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর ঘটনার নিন্দা করল বার কাউন্সিল (The Bar Council of West Bengal) । রাজ্য বার কাউন্সিলের তরফে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) নাম জড়ানো হয়েছে ৷ এঁরা প্রত্যেকেই বার কাউন্সিলের আইনজীবী হিসাবে নথিভুক্ত । সিবিআই অসাংবিধানিকভাবে এঁদের নাম জড়ানোর চেষ্টা করছে নারদ মামলায় । এটা খালি আইনের পরিপন্থীই নয়, আইনজীবীদের সম্মান ভূলুণ্ঠিত করারও চেষ্টা চলছে ।
বার কাউন্সিলের ওই বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখেই যেভাবে মহামান্য কলকাতা হাইকোর্ট রাতের অন্ধকারে আদালত বসিয়ে বিরোধীপক্ষকে আত্মপক্ষ সমর্থন করতে না দিয়ে একতরফা রায়দান করেছে তা কেবলমাত্র আইনি প্রক্রিয়া নয়, জনমানসে আইনি পদ্ধতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোককুমার দেব এবং কাউন্সিলের অন্যান্য সদস্যরা তীব্র প্রতিবাদ ও নিন্দা করছেন ৷