কলকাতা, 16 ফেব্রুয়ারি:বর্ণময় জীবন কিংবদন্তি সুরকার বাপ্পি লাহিড়ীর (Unknown facts of Bappi Lahiri)৷ একের পর এক চড়েছেন সাফল্যের সিঁড়ি ৷ তিনি চিরনিদ্রায় শায়িত হলেও সেই সাফল্যই চিরঅমর হয়ে থেকে যাবে আগামী দিনে ৷ একনজরে তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্যে চোখ বুলিয়ে নেওয়া যাক ৷
- বাপ্পি লাহিড়ীই (Bappi Lahiri passes away) একমাত্র সঙ্গীত পরিচালক যাঁকে 1996 সালে মুম্বইতে নিজের প্রথম লাইভ শোয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রখ্যাত পপ তারকা মাইকেল জ্যাকসন ৷
- এক বছরে (1986) 33টি ছবির জন্য তাঁর 180টিরও বেশি গান রেকর্ড হয়েছিল ৷ এ ভাবেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে নিয়েছিলেন বাপ্পিদা ৷
- তিনিই একমাত্র সঙ্গীত পরিচালক (Bappi Lahiri news) যাঁকে বিবিসি লন্ডনে লাইভ পারফরম্যান্সের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন জোনাথন রস ৷ সময়টা ছিল 1989 ৷
- 2011 সালে ফের আন্তর্জাতিক ক্ষেত্রে সাড়া ফেলে দেন এই বাঙালি সুরকার ৷ মুক্তি পায় তাঁর অ্যালবাম 'ওয়াকিং অন লাভ স্ট্রিট'৷ সেই অ্যালবামে দেখা যায় আমেরিকান আইডলের প্রতিযোগী শৌন বারোসকে ৷
- বাপ্পিদার জনপ্রিয় গান 'জিমি জিমি আজা আজা' দেখানো হয় 2008 সালের হলিউডি ফিল্ম ইউ ডোন্ট মেস উইথ দ্য জোহানে ৷
- বিধবাদের ন্যায়বিচারের জন্য কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থায় তাঁর অবদানের জন্য বাপ্পিদাকে সম্মানিত করে হাউস অফ লর্ডস ৷
- 1983 সাল থেকে 1985 সালের মধ্যে 12টি সুপারহিট সিলভার জুবিলি গানে সুর দেওয়ার রেকর্ডও রয়েছে বাপ্পিদার ঝুলিতে ৷
- আশির দশকে কিংবদন্তি ব্রিটিশ সঙ্গীতকার বিদ্দুর সঙ্গে অনেক কাজ করেছেন বঙ্গ সন্তান ৷
- কিশোর কুমার ছিলেন বাপ্পি লাহিড়ীর মামা ৷
- জানা যায়, 2014 সালে বাপ্পি লাহিড়ীর মালিকানাধীন সোনার গয়নার পরিমাণ ছিল 754 গ্রাম ৷ সবসময় 8-9টি সোনার হার পরে থাকতেন শিল্পী ৷