কলকাতা, 16 ফেব্রুয়ারি:ডিস্কো কিং বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri Passes away) প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta remembers Bappi Lahiri)৷ তাঁর কাছে বাপ্পিদা পরমাত্মীয় ৷ যেন নিজের দাদাকে হারালেন, বলছেন ঋতুপর্ণা (Rituparna Sengupta breaks down in tears)৷
বাপ্পিদা নেই, ভাবতেই পারছেন না তাঁর স্নেহের ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ এই খবর শোনার পর থেকে শুধু কেঁদেই চলেছেন ৷ কথা বলার মতো অবস্থাতেও নেই ৷ কাঁদতে কাঁদতেই জানালেন, "বাপ্পিদা নেই এটা ভাবতেই পারছি না ৷ আমি কিছু বলার মতো অবস্থায় নেই ৷ শুধু এটুকুই বলতে পারি যে, সঙ্গীত জগৎ একেবারে শূন্য হয়ে গেল ৷ এত স্নেহ, আদর, এত ভালোবাসা জানি না কেউ দিতে পারে কি না ৷"
পরমাত্মীয়কে হারালাম, বাপ্পিদার প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা আরও পড়ুন:Usha Uthup remembers Bappi Lahiri : গয়না পরতেন তো কী ! তিনি চেয়েছিলেন রকস্টার হতে, হয়েওছেন: ঊষা উত্থুপ
দিনকয়েক আগেই বাপ্পি লাহিড়ীর (Rituparna Sengupta on Bappi Lahiri) সুরে একটি মিউজিক ভিডিয়োতে গান গেয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । ভিডিয়োতে ধরা দিয়েছিলেন দু'জনেই । সেই স্মৃতি আওড়ে অভিনেত্রী বললেন, "কিছুদিন আগেও আমাকে নিজে ডেকে বললেন, তুই আয় ৷ তোকে গান গাইতেই হবে ৷ আমি রেকর্ড করব তোর সাথে ৷ আমি বারবার বলেছি, বাপ্পিদা আমি পারব না ৷ বললেন না, তুই পারবি ৷ আমাকে গানের লিরিক্স একটা একটা করে বোঝালেন ৷ আমি তো বলেই চলেছি, পারব না বাপ্পি দা ৷ তিনি খালি বলে গেলেন তুই পারবিই ৷"
ঋতুপর্ণাকে গান শেখাচ্ছেন বাপ্পিদা আরও পড়ুন:Ajoy Chakrabarty on Sandhya Mukherjee-Bappi Lahiri : 'তাঁরা যেন সঙ্গীতলোকেই থাকেন, তাঁদের বিসর্জন হোক মনোগঙ্গায়'
কিংবদন্তি সুরকারকে নিজের পরিবারের সদস্য বলেই মনে করেন ঋতুপর্ণা ৷ চোখের জলেই তিনি জানালেন, "ছোটবেলা থেকেই বাপ্পিদার পরিবারের সঙ্গে আমাদের ভীষণ সখ্যতা ৷ বাপ্পিদা আমার পরিবারের একজন ৷ পরমাত্মীয় চলে গেল আমাদের ৷ আমার দাদা চলে গেল ৷"
বাপ্পিদা চলে যাওয়ায় মর্মাহত অভিনেত্রী এর বেশি কিছু আর বলতে পারেননি ৷ ধরা গলায় সামান্য স্মৃতিচারণ করে বললেন, "আমি আর কিছু বলতে পারছি না ৷"