পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ganja Seized: সজাগ বিএসএফ ! সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে গাঁজা ও নিষিদ্ধ কাশির ওষুধ - ফেন্সিডিল

ভারত-বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাশির ওষুধ ও গাঁজা উদ্ধার (Ganja Seized) করল বিএসএফ (BSF) ৷

banned cough syrup and Ganja Seized in India Bangladesh Border by BSF
Ganja Seized: সজাগ বিএসএফ, সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে গাঁজা ও নিষিদ্ধ কাশির ওষুধ

By

Published : Nov 27, 2022, 8:21 PM IST

কলকাতা, 27 নভেম্বর: ফের ভারত-বাংলাদেশ সীমান্ত (India Bangladesh Border) থেকে উদ্ধার হল প্রচুর নেশার সামগ্রী ৷ বিএসএফের (BSF) উদ্যোগে উদ্ধার হওয়া এইসব নেশার সামগ্রীর দাম 1 লক্ষ 50 হাজার টাকারও বেশি ৷ বাহিনী সূত্রে জানা গিয়েছে, বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের সদস্যরা নদিয়া, উত্তর 24 পরগনা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নিষিদ্ধ কাশির ওষুধ (যা নেশার সামগ্রী হিসাবেই মূলত ব্যবহার করা হয়) উদ্ধার করেছেন ৷

সূত্রের খবর, দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকার অধীনস্ত বিভিন্ন জেলায় তল্লাশি চালিয়ে বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের সীমা চৌকি মুস্তাফাপুরের জওয়ানরা সংশ্লিষ্ট অঞ্চল থেকে প্রায় 16 কেজি 500 গ্রাম গাঁজা (Ganja Seized) বাজেয়াপ্ত করেছেন ৷ এছাড়াও, অন্যান্য ঘটনায়, সীমা চৌকি ডোবারপাড়ায় 158 নম্বর ব্যাটালিয়ন, আইসিপি পেট্রাপোলে 145 নম্বর ব্যাটালিয়ন, সীমা চৌকি টিকলিচরে 35 নম্বর ব্যাটালিয়ন এবং সীমা চৌকি মেঘনায় 141 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাঁদের আওতাধীন এলাকা থেকে মোট 766 বোতল নিষিদ্ধ কাশির ওষুধ উদ্ধার করেছেন ৷ শুধুমাত্র বাজেয়াপ্ত হওয়া এই কাশির ওষুধের দামই 1 লক্ষ 57 হাজার 268 টাকা ৷ বাজেয়াপ্ত হওয়া এই বিপুল পরিমাণ নেশার সামগ্রী যথাক্রমে বাগদা থানা, পেট্রাপোলের সংশ্লিষ্ট শুল্ক দফতর, ভগবানগোলা থানা এবং হুগলবেড়িয়া থানার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

উদ্ধার হওয়া নিষিদ্ধ কাশির ওষুধ

আরও পড়ুন:বেসরকারি বাস থেকে উদ্ধার 18 কেজি গাঁজা

বাহিনীর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র এই প্রসঙ্গে জানান, বিসএফ জওয়ানরা সর্বদাই সীমান্তে কড়া নজরদারি চালিয়ে যান ৷ তাঁরা নিষ্ঠাভরে তাঁদের দায়িত্ব পালন করেন বলেই চোরাকারবারি ও পাচারকারীরা সফল হতে পারে না ৷ তবে, পাচারকারীদের ধরতে প্রত্যেকটি ক্ষেত্রেই স্থানীয় থানার পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে চলা হয় বলেও জানিয়েছেন ওই আধিকারিক ৷

ABOUT THE AUTHOR

...view details