পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ব্যাঙ্কশাল কোর্টের - Court release arrest warrent

2018 সালে BJP-কে কটাক্ষ করে একটি মন্তব্য করেছিলেন শশী থারুর ৷ তাঁর এই বক্তব্যে ধর্মনিরপেক্ষতায় আঘাত করেছে বলে মামলা করেন আইনজীবী সুমিত চৌধুরি ৷ আজ সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ৷

ফাইল ফোটো

By

Published : Aug 13, 2019, 6:11 PM IST

কলকাতা, 13 অগাস্ট : শশী থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন কলকাতা ব্যাঙ্কশাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৷ একটি মামলায় তাঁকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল ৷ কিন্ত তার কোনও উত্তর দেননি শশী থারুর ৷ তাই আজ থারুরের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ব্যাঙ্কশাল কোর্ট ৷

2018 সালের জুলাই মাসে শশী থারুর মন্তব্য করেন, "2019 সালের নির্বাচনে যদি BJP জেতে তাহলে ভারতকে হিন্দু পাকিস্তান বানাবে ৷ জনগণ সংবিধান ছিঁড়ে ফেলে দেবে ৷ BJP পুনরায় সংবিধান লিখবে ৷" শশীর এই বক্তব্য ধর্মনিরপেক্ষতার অধিকারকে আঘাত করেছে, এই মর্মে কলকাতা ব্যাঙ্কশাল কোর্টে মামলা করেন আইনজীবী সুমিত চৌধুরি ৷ সেই মামলার প্রেক্ষিতেই আজ থারুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় ৷

সুমিত চৌধুরি বলেন, "এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলা হলেও থারুর তা করেননি ৷ তাই গতবছরই মামলা করেছিলাম ৷ আদলত তাঁকে 2018-র 14 অগাস্ট প্রথম সমন পাঠায় ৷ সেদিন আইনজীবীর মাধ্যমে ওকালতনামা ফাইল করেছিলেন থারুর ৷ কিন্তু তারপর আর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁর ৷ আজ মামলার শুনানির সময় থারুরের তরফে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না ৷ সেজন্য আজ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দীপাঞ্জন সেন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ৷"

ABOUT THE AUTHOR

...view details