কলকাতা, 24 নভেম্বর: বকেয়া ডিএ আদায়ের দাবিতে বুধবার রাজপথে নেমেছিলেন সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডাররা । এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের ৷ এরপর এই ঘটনায় মোট 47 জনকে একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে কলকাতা পুলিশ । আজ তাঁদের 47 জনকেই জামিন দিল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court grants bail to 47 protestors) ৷
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রথমে তাঁদের ছেড়ে দেওয়ার কথা বলা হলেও পরবর্তীকালে গ্রেফতার করে সারারাত রাখা হয় লালবাজারের সেন্ট্রাল লকআপে । আজ তাঁদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করে কলকাতা পুলিশ । প্রথমে তাঁদের তিন দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয় সরকারি আইনজীবির তরফে । কিন্তু ধৃতদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য । তিনি আদালতে জানান, পুলিশ বলেছিল তাদের ছেড়ে দেওয়া হবে কিন্তু হেফাজতে নেওয়া হলো । ডিএ দেওয়া হবে না, আবার আন্দোলনও করতে দেওয়া হবে না । যারা গ্রেফতার হয়েছে তাঁরা কেউ দাগী আসামী নয় ।
পাশাপাশি পুলিশের তরফ থেকে এদিন দাবি করা হয়, গতকাল আন্দোলনকারীরা 144 ধারা বলবৎ থাকা এরিয়ায় আন্দোলনে নেমেছিল, তা বেআইনি । আন্দোলনকারীরা একাধিক মহিলা পুলিশ কর্মীদের দেখে অশালীন আচরণ করেছিলেন । তার জন্যই ধৃতদের বিরুদ্ধে অশ্লীল অঙ্গ ভঙ্গির অভিযোগ আনা হয় । এছাড়াও পুলিশের আরও দাবি, আন্দোলনকারীদের মারের চোটে একজন আইপিএস অফিসার এবং হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল অফিসার ইনচার্জ সচিন মণ্ডলের মাথা ফেটে গিয়েছে । ফলে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । এর জেরেই তাঁদের তিনদিনের পুলিশি হেফাজত চাওয়া হয় ।
আরও পড়ুন:ডিএ-র দাবিতে আন্দোলনকারীরা কীভাবে পৌঁছলেন বিধানসভার গেটে, প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
উল্লেখ্য, 'কেন্দ্রের সম-হারে ডিএ'-এর দাবিতে বিধানসভা অভিযান (DA Protest) হয় বুধবার ৷ আর সেই কর্মসূচি ঘিরেই বাধে ধুন্ধুমার কাণ্ড ৷ পুলিশের (Kolkata Police) সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়ান রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employees) ৷ বুধবারের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বিধানসভার (West Bengal Assembly) সাউথ গেটের বাইরে ৷ এদিন বর্ধিত এবং বকেয়া ডিএ-এর দাবিতে ধর্মতলা থেকে মিছিল শুরু করে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের যৌথ মঞ্চ ৷ সেই মিছিল ক্রমশ এগোতে থাকে বিধানসভার দিকে ৷ কিন্তু, মিছিল সংরক্ষিত এলাকায় ঢুকতেই বাধা দেয় পুলিশ ৷ দুই পক্ষের মধ্যে শুরু হয় বিবাদ ৷ তা গড়ায় হাতাহাতিতে ৷ টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে ৷