পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

President in Bank Event: অর্থনৈতিক অগ্রগতির জন্য ব্যাংকগুলিকে ভারসাম্য বজায় রাখতে হবে: রাষ্ট্রপতি - রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অর্থনৈতিক অগ্রগতির জন্য ব্যাংকগুলিকে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President in Bank Event)৷ ইউকো ব্যাংকের অনুষ্ঠানে তিনি বলেন, ব্যাংকগুলির প্রথম দায়িত্ব মানুষের অর্থ রক্ষা করা ।

President Droupadi Murmu ETV Bharat
দ্রৌপদী মুর্মু

By

Published : Mar 28, 2023, 1:18 PM IST

Updated : Mar 28, 2023, 2:19 PM IST

কলকাতা, 28 মার্চ: অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে ব্যাংকগুলিকে সম্পদ সৃষ্টি এবং জনগণের অর্থ রক্ষার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে । বঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার এ কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)৷ ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে বক্তব্য (President in Bank Event) রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, এই ভারসাম্য নষ্ট হলে সমস্যার সৃষ্টি হবে, যা উন্নয়ন প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ দিন বলেছেন, ব্যাংকগুলির প্রথম দায়িত্ব হল মানুষের অর্থ রক্ষা করা । ব্যাংকগুলির অন্য গুরুত্বপূর্ণ দিক হল সম্পদ তৈরি করা । এই ভারসাম্য বজায় রাখতে হবে এবং যদি সেটা ব্যাহত হয়, তবে একটি অর্থনৈতিক সমস্যা তৈরি হবে ৷

তিনি ব্যাংকারের পরিবারের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করে মুর্মু বলেন যে, ফিনটেক লেনদেন নিষ্পত্তির জন্য কোভিড অতিমারি চলাকালীন প্রচুর কাজ করেছে । তাঁর কথায়, ফিনটেক সামাজিক ইক্যুইটি গঠনে সাহায্য করেছে । ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) দেশের ডিজিটাল পরিকাঠামো তৈরিতে এবং অতিমারির বছরগুলিতে লেনদেন নিষ্পত্তিতেও সাহায্য করেছে ৷

রাষ্ট্রপতি ভার্চুয়ালি দেশের 18 টি রাজ্যে ইউকো ব্যাংকের 50 টি শাখার উদ্বোধন করেন । পাশাপাশি তিনি ওড়িশায় একটি স্কুলের পুনর্গঠনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন ভার্চুয়ালি, যেখানে রাষ্ট্রপতি একবার শিক্ষক হিসাবে কাজ করেছেন ।

আরও পড়ুন:বেলুড় মঠ দর্শনে রাষ্ট্রপতি মুর্মু, সঙ্গী রাজ্যপাল বোস

এর আগে, মঙ্গলবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । মঠের ভিতর শ্রী রামকৃষ্ণদেবের মূল মন্দির, সারদা দেবীর মন্দির-সহ স্বামীজি ও ব্রহ্মানন্দজির মন্দির ঘুরে দেখেন তিনি । বেলুড় মঠে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ (Swami Suvirandaji Maharaj) । এ ছাড়াও তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন মঠের সহ-সাধারণ সম্পাদক স্বামী বোধসরানন্দ ।

Last Updated : Mar 28, 2023, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details