কলকাতা, 28 মার্চ: অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে ব্যাংকগুলিকে সম্পদ সৃষ্টি এবং জনগণের অর্থ রক্ষার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে । বঙ্গ সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার এ কথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)৷ ইউকো ব্যাংকের একটি অনুষ্ঠানে বক্তব্য (President in Bank Event) রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, এই ভারসাম্য নষ্ট হলে সমস্যার সৃষ্টি হবে, যা উন্নয়ন প্রক্রিয়াকে বিপর্যস্ত করতে পারে ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ দিন বলেছেন, ব্যাংকগুলির প্রথম দায়িত্ব হল মানুষের অর্থ রক্ষা করা । ব্যাংকগুলির অন্য গুরুত্বপূর্ণ দিক হল সম্পদ তৈরি করা । এই ভারসাম্য বজায় রাখতে হবে এবং যদি সেটা ব্যাহত হয়, তবে একটি অর্থনৈতিক সমস্যা তৈরি হবে ৷
তিনি ব্যাংকারের পরিবারের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করে মুর্মু বলেন যে, ফিনটেক লেনদেন নিষ্পত্তির জন্য কোভিড অতিমারি চলাকালীন প্রচুর কাজ করেছে । তাঁর কথায়, ফিনটেক সামাজিক ইক্যুইটি গঠনে সাহায্য করেছে । ইউপিআই (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) দেশের ডিজিটাল পরিকাঠামো তৈরিতে এবং অতিমারির বছরগুলিতে লেনদেন নিষ্পত্তিতেও সাহায্য করেছে ৷