কলকাতা, 17 মে : স্বাস্থ্যকর্মীদের পর এবার স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারকে চিঠি দিল ব্যাঙ্ক সংগঠন । স্বাস্থ্যকর্মীদের মতো ব্যাঙ্ককর্মীদেরও স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের অনুমতি দেওয়া হোক । এমন আবেদন নিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও অতিরিক্ত সচিব এইচ আর দিবেদীকে চিঠি দিল ইউনাইটেড ফর্ম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ।
সংক্রমণ আটকাতে বন্ধ রাখা হয়েছে রাজ্যের লোকাল ট্রেন ৷ বন্ধ গণপরিবহনও । অথচ ব্যাঙ্ক খোলা রয়েছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত । এই অবস্থায় ব্যাঙ্কে উপস্থিত থাকা ব্যাঙ্ককর্মীদের কাছে দুসাধ্য । তারই সমাধানে রাজ্য সরকারকে ব্যাঙ্ক সংগঠনের এই চিঠি ।