কলকাতা, 19 জানুয়ারি:রাজনৈতিক মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বনির্ভর গোষ্ঠীকে দিয়ে স্কুল ড্রেস তৈরি করার উদ্যোগ নিয়ে কম সমালোচনা হয়নি । বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলি গোটা রাজ্যে সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির পোশাক নীল-সাদা করা নিয়ে রীতিমতো সরকার পক্ষের মুণ্ডপাত করেছিল । এ বার সরকারের এই উদ্যোগই জাতীয় ক্ষেত্রে প্রশংসিত হল । শুধু তাই নয়, রাজ্য সরকারকে এনে দিল স্কচ গোল্ড অ্যাওয়ার্ড । আর এর হাত ধরেই রাজ্যের মুকুটে সংযুক্ত হল নতুন পালক ।
এ বার স্কচ গোল্ড অ্যাওয়ার্ড জিতল ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের আওতায় থাকা ‘বাংলাশ্রী’ প্রকল্প (Banglashree Wins Scotch Gold Award)। এই প্রকল্পের আওতায় রাজ্যের হস্তশিল্পীদের স্কুল ইউনিফর্ম তৈরির কর্মযজ্ঞ যুক্ত করার ফলে রাজ্যে যে আর্থ-সামাজিক পরিবর্তন এসেছে সে জন্যই এই পুরস্কার (Banglashree Project)। একাধিক রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইজ অফ ডুয়িং বিজনেস ক্যাটেগরিতে এই স্বীকৃতি আদায় করে নিল মমতার বাংলা ।
নবান্নের এক শীর্ষ আধিকারিকের কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তশিল্পীদের আর্থ-সামাজিক অবস্থায় বদল আনতে মঞ্জুশ্রীর তত্ত্বাবধানে স্কুল ইউনিফর্ম তৈরির জন্য ‘বাংলাশ্রী’ শুরু করেছিলেন । এর সুফল যেমন বাংলার হস্তশিল্পীরা পেয়েছেন, একইভাবে পেয়েছেন সামাজিক অর্থনৈতিকভাবে দুর্বল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও । কোনও সন্দেহ নেই, এর ফলে হস্তশিল্পীদের হাল যেমন ফিরেছে, তেমনই পুনরুজ্জীবন ঘটেছে মঞ্জুশ্রী-র । লোকসানে চলা এই সংস্থা এই মুহূর্তে এই প্রকল্পের হাত ধরে আত্মনির্ভর হয়েছে । আর এই সামগ্রিক সাফল্য সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই ।