কলকাতা, 11 অক্টোবর: ফের এক বাংলাদেশিকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । একই সঙ্গে তাঁর কাছ থেকে চারটি গরু উদ্ধার করা হয়েছে । সোমবার রাতে দক্ষিণবঙ্গ সীমান্তের 115 ব্যাটালিয়নের সীমা চৌকি বয়রাঘাটের জওয়ানরা আটক করে বাংলাদেশিকে (Bangladeshi Detained) ৷ বিএসএফ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ওই বাংলাদেশি চোরাকারবারীকে (cattle smuggler) 4টি গরু নিয়ে গঙ্গা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় ধরতে সফল হয় ।
ধৃত চোরাকারবারীর নাম জহিরুল আলি । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চোরাকারবারি জানায়, তিন দিন আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল সে । বিশ্বনাথ মণ্ডল নামে মুর্শিদাবাদের মালদারপাড়া গ্রামে এক ব্যক্তি তাকে ওই 4টি গরু দিয়েছিল । যেগুলো নিয়ে সে নদী পার হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল । কিন্তু জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার আগেই তাকে গবাদি পশু-সহ ধরে ফেলে । জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, এসব গরু বাংলাদেশি পাচারকারী লাদিমের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল সে । এ কাজের জন্য সে 20 হাজার টাকা পেত ।