পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Detained: 4 গরু-সহ এক বাংলাদেশিকে পাকড়াও বিএসএফের

গরুপাচার কাণ্ডে ইতিমধ্যে উত্তাল রাজ্য-রাজনীতি ৷ তারই মাঝে আবারও সীমান্তরক্ষী বাহিনীর (BSF) হাতে আটক হল এক বাংলাদেশি গরুপাচারকারী (cattle smuggler) ৷ তার নাম জহিরুল আলি ৷

Bangladeshi Detained by BSF in cattle smuggling charge
Bangladeshi Detained by BSF in cattle smuggling charge

By

Published : Oct 11, 2022, 3:45 PM IST

কলকাতা, 11 অক্টোবর: ফের এক বাংলাদেশিকে আটক করল সীমান্তরক্ষী বাহিনী (BSF) । একই সঙ্গে তাঁর কাছ থেকে চারটি গরু উদ্ধার করা হয়েছে । সোমবার রাতে দক্ষিণবঙ্গ সীমান্তের 115 ব্যাটালিয়নের সীমা চৌকি বয়রাঘাটের জওয়ানরা আটক করে বাংলাদেশিকে (Bangladeshi Detained) ৷ বিএসএফ গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ওই বাংলাদেশি চোরাকারবারীকে (cattle smuggler) 4টি গরু নিয়ে গঙ্গা দিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার সময় ধরতে সফল হয় ।

ধৃত চোরাকারবারীর নাম জহিরুল আলি । প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চোরাকারবারি জানায়, তিন দিন আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল সে । বিশ্বনাথ মণ্ডল নামে মুর্শিদাবাদের মালদারপাড়া গ্রামে এক ব্যক্তি তাকে ওই 4টি গরু দিয়েছিল । যেগুলো নিয়ে সে নদী পার হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল । কিন্তু জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার আগেই তাকে গবাদি পশু-সহ ধরে ফেলে । জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, এসব গরু বাংলাদেশি পাচারকারী লাদিমের কাছে হস্তান্তর করতে যাচ্ছিল সে । এ কাজের জন্য সে 20 হাজার টাকা পেত ।

আরও পড়ুন:অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক 3 বাংলাদেশি

আটক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রঘুনাথগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে । 115 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার তাঁর জওয়ানদের কৃতিত্বের জন্য আনন্দ প্রকাশ করেছেন । কারণ জওয়ানরা একজন চোরাকারবারীকে (cattle smuggling) আটক করেছে । একই সঙ্গে 4টি গবাদি পশু উদ্ধার করা হয়েছে । তিনি জানান, কর্তব্যরত জওয়ানদের সতর্কতার কারণেই এটি সম্ভব হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details