কলকাতা, 17 ডিসেম্বর: খ্রিষ্টীয় ধর্মের রীতনীতি, আচার, অনুষ্ঠান কারা সঠিক ভাবে মেনে চলছে তাদের তালিকা তৈরি করবে বঙ্গীয় খ্রিষ্টীয় পরিষেবা (Bangia Christian Pariseba make a list of Christians)। সেই তালিকা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবে । বঙ্গের খ্রিষ্টীয় ধর্মাবলম্বীদের বিরূদ্ধে প্রলোভন ও ভয় দেখিয়ে ধর্মান্তরিতকরণের অভিযোগ নস্যাৎ করতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন বঙ্গীয় খ্রীষ্টীয় পরিষেবার কার্যকারী রাজ্য সভাপতি হেরোদ মল্লিক ।
সংগঠনের অভিযোগ, মৌলবাদী সংগঠনগুলি ধর্মান্তর নিয়ে সভা-সমাবেশ করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে । অথচ অস্পৃশ্যতা ও তার বিলোপ নিয়ে প্রতিবাদ, আন্দোলন এবং কুপ্রথা অনুসরণকারীদের শাস্তি তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না মৌলবাদী সংগঠনগুলি । বঞ্চিতদের প্রাথমিক মানবাধিকার নিয়ে দাবি তুলছে না এই সংগঠনগুলি । এমনকী আদিবাসীদের সংখ্যা নির্ধারণের জন্য আদমসুমারির তথ্য সংগ্রাহক পত্রে শারণা ধর্মের জন্য পৃথক কলম চেয়ে একটা কথাও বলছে না ।