পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Mahila Morcha: দীপাবলির আগেই কালীপুজো, ব্যবস্থাপনায় বিজেপি মহিলা মোর্চা - Banga BJP Mahila Morcha will organise Kali puja before Diwali

কালী নিয়ে মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের জেরে শান্তিপূর্ণ প্রতিবাদ বিজেপির ৷ মুরলিধর সেন লেনে দীপাবলির আগেই হবে কালীপুজো(BJP Mahila Morcha)৷

Bengal BJP
দীপাবলির আগেই কালী পুজো করবে বিজেপি মহিলা মোর্চা

By

Published : Jul 20, 2022, 10:52 PM IST

কলকাতা, 20 জুলাই: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মা কালী সম্বন্ধে যে মন্তব্য করেছেন, তারই প্রতিবাদে এবার দীপাবলির আগেই কালীপুজোর আয়োজন বঙ্গ বিজেপি-র ৷ তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতেই 28 জুলাই প্রদেশ কার্যালয়ে কালীপুজো করবে বিজেপি(Banga BJP Mahila Morcha will organise Kali puja before Diwali)৷

তার আগে আগামী 24 ও 25 জুলাই মহিলা মোর্চার প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি ভিক্ষা হিসাবে চাল, ডাল সংগ্রহ করে সেই দিয়েই মায়ের ভোগের আয়োজন করবেন । এই বিষয়ে রাজ্যের মহিলা মোর্চার সভাপতি তনুজা চক্রবর্তী বলেন, "আসলে এখানে মহুয়া মৈত্র প্রতীকী । কারণ শুধু তিনি নন, তাঁর মতো আরও যেসব মানুষ নিজেদের ধর্ম, ইষ্ট দেবতা এবং নিজেদের অস্তিত্বকে অস্বীকার করে, শুধুমাত্র নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই সব কথা বলে থাকে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই পুজো । আসলে তৃণমূলের এটা একটা পরিকল্পিত প্রচেষ্টা । এর মাধ্যমে তৃণমূল একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দিতে চেয়েছে যে তোমরা বিজেপি সমর্থকদের ঘর পুড়িয়ে দাও । বিজেপি কর্মীদের মেরে ঝুলিয়ে দাও এবং তাঁদের ব্যবসা-বাণিজ্য সমস্ত ধ্বংস করে দাও। আমরা তোমাদের পাশে আছি । তাই এই ঘটনার পরে জেলার থানাগুলিতে বিজেপির পক্ষ থেকে এফআইআর করা হলে কোনও কেস নম্বর দেওয়া হয়নি । অর্থাৎ, এর থেকে বোঝাই যাচ্ছে যে পুলিশ পুরোপুরি নিশ্চুপ । তাঁদের তরফে কোনও পদক্ষেপই করা হল না । তাই আমাদের মনে হয়েছে যে এর একটা শান্তিপূর্ণ প্রতিবাদের প্রয়োজন রয়েছে । মহুয়া মৈত্রর মতো মানুষদের বুঝিয়ে দিতে হবে যে উনি মা কালী সম্বন্ধে যা বলেছেন তা একেবারেই ঠিক নয় ।"

আগামী 28 জুলাই মুরলিধর সেন লেনের বিজেপি প্রদেশ কার্যালয়ে শাস্ত্র মেনেই হবে পুজো । পুজোর সমস্ত দায়িত্বে থাকছেন মহিলা মোর্চার সদস্যরা । এমনকি পুজোও করবেন মহিলা পুরোহিতরা । থাকছে মহিলা ঢাকির দলও ।

ABOUT THE AUTHOR

...view details