কলকাতা, 16 এপ্রিল: দুই কেন্দ্রে নির্বাচনী ফল ঘোষণা হয়েছে আজ ৷ বালিগঞ্জে কেন্দ্রের ফল নিয়ে উত্তেজনা ছিল চরমে ৷ এই কেন্দ্রে আশাতীত ফল করল সিপিএম ৷ এই কেন্দ্রে বিজেপিকে পিছনে ফেলে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম । এই কেন্দ্রে মাত্র 20 হাজারের ব্যাবধান জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় ৷ 64 নম্বর ওয়ার্ডে 240 ভোটে ও 65 নম্বর ওয়ার্ডে 1200 ভোটে জিতেছে সিপিএম । এই দুই ওয়ার্ডই সংখ্যালঘু অধ্যুষিত (CPM's Extraordinary Result)।
গত বিধানসভায় এই আসনে জয়ী হয়েছিলেন প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । দ্বিতীয় স্থানে থাকা বিজেপি-র থেকে জয়ের ব্যাবধান ছিল প্রায় 75 হাজার । তবে মাত্র 11 মাসে সেই সব অঙ্ক এক ধাক্কায় উলটে গিয়েছে ৷ কারণ গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সিপিএম কোনও ওয়ার্ডে জয় পায়নি । পৌরভোট থেকেই এই কেন্দ্রে ঘুরে দাঁড়িয়েছে সিপিএম ৷ মাত্র চার মাস আগেই পৌর নির্বাচনে 64 নম্বর ওয়ার্ড তৃণমূল ভোট পেয়েছিল 19 হাজারের বেশি । আর বাম প্রার্থী পেয়েছিল মাত্র 613টি ভোট । সেই 64 নম্বর ওয়ার্ড থেকে বামেরা তৃণমূলের থেকে 240 ভোট বেশি পেয়েছে । 65 নম্বর ওয়ার্ডেও তৃণমূলকে 1200 ভোটে পিছনে ফেলে দেয় সিপিএম ।