পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার সঙ্গে দেখা করতে চান বলবিন্দরের স্ত্রী, ভাবনা পাগড়ি উপহার দেওয়ার - balbinders wife

গতকাল করমজিত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চান । বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না পেলে নবান্নের সামনে ভুখা হরতালে বসবেন । কিন্তু রাজ্য সরকারের তরফে তারপরেই যায় আশ্বাস ।

বলবিন্দর সিং
বলবিন্দর সিং

By

Published : Oct 17, 2020, 10:03 PM IST

Updated : Oct 18, 2020, 2:22 PM IST

কলকাতা, 17 অক্টোবর : বলবিন্দর সিংয়ের স্ত্রীকে উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলবিন্দরের স্ত্রীর জন্য পাঠিয়ে ছিলেন সালোয়ার স্যুট, ছেলের জন্য কুর্তা পাজামা এবং পরিবারের জন্য শাল । এবার বলবিন্দের স্ত্রী চাইছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে । উপহার দিতে । উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে পাগড়ি দেওয়ার কথাও ভাবছেন বলবিন্দরের স্ত্রী করমজিত ৷

গতকাল করমজিত জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলতে চান । বলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না পেলে নবান্নের সামনে ভুখা হরতালে বসবেন । কিন্তু রাজ্য সরকারের তরফে তারপরেই মেলে আশ্বাস । গতকাল শিখ সম্প্রদায়ের সঙ্গে রাজ্য পুলিশের DG সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের একটি বৈঠক হয় । বৈঠকে বলবিন্দর ইশু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় প্রশাসন । তাতে বরফ গলেছে । শিখ গুরদ্বার প্রবন্ধ কমিটির সভাপতি মনজিন্দর সিং সিরসা, জানিয়ে দেন অনশন কর্মসূচি আপাতত স্থগিত রাখা হচ্ছে । তিনি বলেন, “ বলবিন্দরের স্ত্রী করমজিত প্রশাসনের আশ্বাসে খুশি । মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রতি বলবিন্দরের স্ত্রীকে উপহার হিসেবে শাল ও স্যুট পাঠিয়েছেন । মুখ্যমন্ত্রীর এই সৌজন্য আমরা খুশি ।"

এরপরেও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান করমজিত ৷ তিনি মুখ্যমন্ত্রীকে পালটা উপহার দিতে চান । এ প্রসঙ্গে করমজিত বলেন, “ উনি আমাকে উপহার দিয়েছেন । আমি খুশি । আমিও মুখ্যমন্ত্রীকে পালটা উপহার দেওয়ার কথা ভাবছি । ওনার সঙ্গে দেখা করতে চাই ।"

Last Updated : Oct 18, 2020, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details