পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে কোটি টাকার সামগ্রী চুরির অভিযোগ - Jorabagan Police Station

বৈশালী ডালমিয়ার বিরুদ্ধে অ্যান্টিক সামগ্রী সহ সোনার গয়না চুরির লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি ৷ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জোড়াবাগান থানার পুলিশ ৷

বৈশালি ডালমিয়া
বৈশালি ডালমিয়া

By

Published : Jun 13, 2021, 9:58 PM IST

কলকাতা, 13 জুন : দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক ঝামেলা ৷ আর তার জেরেই এবার বৈশালী ডালমিয়া ও তাঁর ভাই অভিষেক ডালমিয়ার বিরুদ্ধে জোড়াবাগান থানায় কোটি টাকার গয়না ও অ্যান্টিক সামগ্রী চুরির লিখিত অভিযোগ দায়ের করলেন অভিযোগকারী আনন্দশঙ্কর ঘোষ ৷

আনন্দশঙ্করের অভিযোগ, পারিবারিক সূত্রে কলকাতার পাথুরিয়াঘাট স্ট্রিটের একটি বহুতলে ঘর রয়েছে তাঁদের ৷ আর এখানেই ছিল বিভিন্ন অ্যান্টিক সামগ্রী সহ একাধিক সোনার কয়েন ও সোনার গয়না ৷ আর এখানে দীর্ঘদিন ধরেই যাতায়াত ছিল বৈশালী ডালমিয়ার ৷ কিন্তু মাঝে জমি সংক্রান্ত গন্ডগোল হয় ৷ তারপর থেকে নেত্রী আর বহুতলে যাননি ৷ কিন্তু সম্প্রতি সেইসব ঝামেলা মিটে গেলে আবার সেই ঘরে নেত্রীর যাতায়াত শুরু হয় ৷ কিন্তু ফের ঝামেলা শুরু হয় ৷ তারপরই সামগ্রী চুরির অভিযোগ আনেন তিনি ৷

পাশাপাশি জোড়াবাগান থানার পুলিশ জানিয়েছে , এর আগে বৈশালী নিজে আনন্দশঙ্করের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷ কারণ জমি সংক্রান্ত ৷ যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ ৷ অন্যদিকে , আনন্দশঙ্কর ঘোষ যে লিখিত অভিযোগ দায়ের করেন , সেখানে বলা হয়েছে , 30 থেকে 35 টি আকবরি মোহর , 6 টি সোনার ব্যাঙ্গেল , 3 টি সোনার হার সহ বহুমূল্য মুক্তো চুরি গিয়েছে ৷ যার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি ৷ আর এইসব সামগ্রী চুরির পিছনে হাত রয়েছে বৈশালী ডালমিয়া ও তাঁর ভাই অভিষেক ডালমিয়ার ৷

আনন্দশঙ্কর ঘোষের লিখিত অভিযোগ

আরও পড়ুন :Tathagata Roy: বোকা বিড়াল কৈলাসকেও নিয়ে যাক তৃণমূল, কটাক্ষ তথাগতর

যদিও এখনও পর্যন্ত ঘটনাপ্রসঙ্গে বিজেপি নেত্রীর সঙ্গে যোগাযোগ করা যায়নি ৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে জোড়াবাগান থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details