কলকাতা, 13 জুন : দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল পারিবারিক ঝামেলা ৷ আর তার জেরেই এবার বৈশালী ডালমিয়া ও তাঁর ভাই অভিষেক ডালমিয়ার বিরুদ্ধে জোড়াবাগান থানায় কোটি টাকার গয়না ও অ্যান্টিক সামগ্রী চুরির লিখিত অভিযোগ দায়ের করলেন অভিযোগকারী আনন্দশঙ্কর ঘোষ ৷
আনন্দশঙ্করের অভিযোগ, পারিবারিক সূত্রে কলকাতার পাথুরিয়াঘাট স্ট্রিটের একটি বহুতলে ঘর রয়েছে তাঁদের ৷ আর এখানেই ছিল বিভিন্ন অ্যান্টিক সামগ্রী সহ একাধিক সোনার কয়েন ও সোনার গয়না ৷ আর এখানে দীর্ঘদিন ধরেই যাতায়াত ছিল বৈশালী ডালমিয়ার ৷ কিন্তু মাঝে জমি সংক্রান্ত গন্ডগোল হয় ৷ তারপর থেকে নেত্রী আর বহুতলে যাননি ৷ কিন্তু সম্প্রতি সেইসব ঝামেলা মিটে গেলে আবার সেই ঘরে নেত্রীর যাতায়াত শুরু হয় ৷ কিন্তু ফের ঝামেলা শুরু হয় ৷ তারপরই সামগ্রী চুরির অভিযোগ আনেন তিনি ৷