কলকাতা, 27 অক্টোবর: বৃহস্পতিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) । এদিন তাঁর সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)।
এদিন দুপুর আড়াইটা নাগাদ তাঁরা একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের বাড়িতে যান । আর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, অভিমানের কালো মেঘ কেটেছে । শোভন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব আদরের । আবার তাঁকে সক্রিয় রাজনীতিতে ফেরার কথা বলেছেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, এই প্রথম নয় বিজেপিতে (BJP) থাকাকালীনও ভাইফোঁটায় (Bhaiphonta) মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (Trinamool Congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । তবে এদিন ভাইফোঁটার পর বেরিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় যা বললেন, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিদির সঙ্গে তো কথা হলোই, দিদির ডাকেই তো আসা । আর ভাইফোঁটায় দিদির কাছে এসে তাঁর আশীর্বাদ পাওয়া একটা বিশাল বড় প্রাপ্তি । এক্ষেত্রে শোভন যেমন ভাইফোঁটা পেল আমি ওর সঙ্গে থাকার জন্য আশীর্বাদ পেলাম । এইটা একটা খুব আনন্দের মুহূর্ত । এখানে এসে খুব ভালো লাগে৷ ওঁর মধ্যে একটা মমত্ব আছে । সেই মমত্ব নিয়ে সকলকে আদর করে ডাকা খাওয়ানো, ফোঁটা দেওয়া-সবেতেই একটা অন্যরকম ছোঁয়া থাকে ।’’
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর শোভন চট্টোপাধ্যায়ের দিদি-ভাইয়ের সম্পর্ক নিয়েও দরাজ সার্টিফিকেট দিয়েছেন বৈশাখী । তিনি বলেন, ‘‘দিদি আর ভাইয়ের সম্পর্কটাকে আমি খুব এনজয় করি । ওদের দুজনের যে পারস্পরিক টান আছে, সেটা যে আবার মজবুত হচ্ছে, তাতে আমি খুব খুশি। আমি চাই এটা সারা জীবন থাকুক ।’’