কলকাতা, 26 সেপ্টেম্বর:বৈশাখী-শোভন-রত্না বিবাদ নতুন মোড় নিল । 1 কোটি টাকা দিয়ে শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) বেহালার পৈতৃক বাড়ি কিনে নিলেন তাঁর ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। তাঁর দাবি, বর্তমানে আইনি সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন শোভন । সেই মামলার খরচ সামাল দিতে গিয়ে তিনি প্রবল অর্থ সঙ্কটের মধ্যে দিয়ে কাটাচ্ছেন ৷ তাঁর অর্থের প্রয়োজনীয়তা মেটাতেই শোভনের বাড়ি কিনে নিয়ে তাঁর পাশে দাঁড়ালেন বলে দাবি করেছেন বৈশাখী ৷
শোভনের পৈতৃক বাড়ির বর্তমান মালিক এখন তিনি ৷ তাই শিগগিরই তিনি সেই বাড়ির দখল নিতে রত্না চট্টোপাধ্যায়কে (Ratna Chatterjee) উচ্ছেদ নোটিশ পাঠাবেন বলে জানিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷ তবে তিনি জানিয়েছেন, শোভন-কন্যা চাইলে তাকে সেখানে থাকার অনুমতি দেবেন তিনি ৷ তবে শর্ত একটাই, মা রত্নাকে ছাড়াই থাকতে হবে তাঁকে ৷
চলতি বছরের মাঝামাঝি নিজের স্থাবর-অস্থাবর সব সম্পত্তি ‘বান্ধবী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে লিখে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় । আর্থিক অনটনের কারণে এবার নিজের পৈতৃক বাড়িটি সেই বৈশাখীকেই বিক্রি করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ।
আরও পড়ুন:Baishakhi-Monojit : স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে ‘ব্যথিত’ বৈশাখী, ডিভোর্সের সিদ্ধান্ত
শোভন চট্টোপাধ্যায় ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে । কিন্তু বর্তমানে স্বামী শোভন চট্টোপাধ্যায়ের বেহালার পৈতৃক বাড়িতেই থাকেন রত্না চট্টোপাধ্যায় । তাঁর সঙ্গেই ওই বাড়িতে বসবাস করেন শোভন-রত্নার পুত্র ও কন্যাও । বাড়িটি কেনার প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছেন, "শোভনের আয়ের পথ এখন একেবারে বন্ধ । মহেশতলার গুদামের ভাড়াও তাঁকে দেওয়া হয় না । তাই নিয়ে ও বিবাহ বিচ্ছেদের মামলা চলছে আদালতে । কিন্তু তাঁর রোজগার নেই, অর্থ সঙ্কট চলছে । অথচ প্রতি মাসে তাঁর কন্যার খরচ বাবদ তাঁকে চল্লিশ হাজার টাকা দিতে হচ্ছে । এদিকে আইনি লড়াইয়ের জন্য অর্থ প্রয়োজন । তাই আমি শোভনকে অর্থ দিয়ে সাহায্য করতে চেয়েছিলাম । কিন্তু শোভন তা গ্রহণ করেননি । যেহেতু বেহালায় তাঁর একটি পৈতৃক বাড়ি রয়েছে, তাই সেটি আমি কিনে নিয়েছি ৷ শোভনের প্রয়োজন মেটাতে আমার যাবতীয় ধনসম্পদ দিয়ে বাড়িটা কিনেছি ৷ সেই অর্থ দিয়েই আপাতত তাঁর প্রয়োজন মিটবে । আইনত এখন তাঁর বেহালার পৈতৃক বাড়ির মালিক আমি ।"