পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দ্রুত মুক্তি দিতে হবে, BJP যুব মোর্চা নেত্রীর জামিন মঞ্জুর সুপ্রিম কোর্টে

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে একটি MEME পোস্ট করায় গ্রেপ্তার করা হয়েছিল BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মাকে । আজ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন ।

সুপ্রিম কোর্টে

By

Published : May 14, 2019, 12:41 PM IST

Updated : May 14, 2019, 2:16 PM IST

কলকাতা, 14 মে : BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মার জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট । আজ বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ তাঁর জামিনের আবেদন শোনে । লিখিতভাবে ক্ষমা চাইতে হবে, এই শর্তে প্রিয়াঙ্কার জামিন মঞ্জুর করা হয় । পরে তাঁর আইনজীবীকে ডেকে নির্দেশ পরিবর্তনের কথা জানানো হয়। বলা হয়, প্রিয়াঙ্কাকে দ্রুত মুক্তি দেওয়া হবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিজনক ছবি পোস্ট করায় গ্রেপ্তার করা হয় তাঁকে।

বৃহস্পতিবার (9 মে) ফেসবুকে একটি MEME পোস্ট করেছিলেন BJP যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা । এরপর তাঁর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা বিভাস হাজরা । শনিবার প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে দাশনগর থানার পুলিশ । তা নিয়ে বিতর্ক শুরু হয় । প্রিয়াঙ্কা বলেন, "আমি ছবিটা পেয়ে শুধু পোস্ট করেছিলাম । এছাড়া আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না । কিন্তু আমি যেহেতু BJP করি তাই ফাঁসানোর জন্য FIR করা হয়েছে ।" এর আগে প্রিয়াঙ্কার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত ।

গতকাল সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে প্রিয়াঙ্কা শর্মার আইনজীবী। আজ তাঁর সেই আবেদন শোনা হয়।

Last Updated : May 14, 2019, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details