কলকাতা, 15 সেপ্টেম্বর: দুই বছর আগের করোনা পরিস্থিতির কথা ভাবলে এখনও আমাদের আতঙ্ক লাগে ৷ কোটি কোটি সাধারণ মানুষ থেকে গুণীজন, কেউই তার কবল থেকে রেহাই পায়নি । তবে সময়ের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, মানসিকভাবে আরও শক্ত হয়েছে মানুষ । কিন্তু যাঁরা গিয়েছে, তাঁদের আর ফেরানো যায়নি । সেই চলে যাওয়া মানুষগুলিকে স্মরণ করতেই বাগুইআটি উদয়ন সংঘ ক্লাবের এবারের থিম 'মিস ইউ'(Baguiati Udayan Sangha 2022 Durga Puja Theme is Miss You)৷
প্যান্ডেলের ঠিক প্রথম সারিতে একাধিক পোর্ট্রেটে গায়িকা লতা মঙ্গেশকর, ফুটবল তারকা পেলে, বিশিষ্ট রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে বিশ্বের একাধিক দিকপাল লোককে চেয়ারে বসানো হয়েছে । এরপর মণ্ডপের ভিতরে ঢুকতেই একাধিক প্লট ও আলো এবং রঙের খেলায় কোভিড কালের চিত্র সুন্দর করে তুলে ধরা হচ্ছে । মাথার উপরে অগণিত স্যালাইনে রক্ত প্রবাহিত হচ্ছে । আর নীচে অক্সিজেন মুখে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রোগী । করোনা লকডাউন কীভাবে মানুষকে ঘরবন্দি করেছিল সেই চিত্রও তুলে ধরা হয়েছে এখানে ।
সর্বোপরি করোনা মহামারী ও তার জেরে ঘোষিত লকডাউনে আমার আপনার মত সাধারণ মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছিল সেই চিত্র সুন্দরভাবে তুলে ধরা চেষ্টা করেছেন শিল্পী মিয়াজ । একইভাবে, সেই ভয়ংকর পরিস্থিতি কাটিয়ে মা দুর্গার আগমন হচ্ছে । আর সে কারণেই সাধারণ মানুষ আবারও মেতে উঠেছেন সুন্দর মুহূর্তকে উপভোগ করতে । ফুচকা স্টল, জমায়েত, ক্লাবের আড্ডা ইত্যাদির মাধ্যমে বিষয়গুলিকে সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে(Baguiati Udayan Sangha Club)।
আরও পড়ুন :প্রতিমা হস্তে সুসজ্জিত অস্ত্র তৈরির কারখানায় কেমন ব্যস্ততা, খোঁজ নিল ইটিভি ভারত