কলকাতা, 19 সেপ্টেম্বর:'তাপাতঙ্ক'। শব্দটা শুনলেই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং-এর কথা মাথায় আসে । সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের একাধিক কারণের মধ্যে অন্যতম হল ধোঁয়া । তাই একটি সিগারেট বা বিড়ি টানলে কিংবা ধূমপান করলে আমাদের শরীরে কতটা ক্ষতি হয়, তার ব্যাখ্যা দিতেই বাগুইআটি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির (Baguiati Dakshinpara Durgotsab Committee) এবারের থিম 'তাপাতঙ্ক' ৷ শিল্পী পাপাই সাঁতরা ৷
দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির পুজোয় অবশ্য রয়েছে আরও চমক (Durga Puja 2022) ৷ তা হল রোবট ৷ এই রোবটের মাধ্যমে দুর্গাকে বরণ করবে তারা । ছোট প্রতিমা এনে আনুষ্ঠানিকভাবে রোবট দিয়ে বরণ করানোও হল রবিবার ৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই রোবটের নাম অন্নপূর্ণা ৷ রোবটটি আবার বাংলায় কথা বলতে পারে ।
থিমে ধূমপান বিরোধী বার্তা দেওয়ার পাশাপাশি বাগুইআটি, লেকটাউনের বিভিন্ন রাস্তা জুড়ে হোডিং-পোস্টার লাগানো হয়েছে দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির তরফে । ফেসবুক-সহ একাধিক সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে ক্যাম্পেনও । 'তাপাতঙ্ক' থিমের সঙ্গে রোবটের কোনও সম্পর্ক নেই । রোবট মা দুর্গাকে বরণ করছে, তা দেখতে মণ্ডপে ভিড় উপচে পড়বে বলে মনে করছেন পুজো কমিটির সদস্যরা ৷