কলকাতা, 11 এপ্রিল : "আর মাত্র 15 দিনের মধ্যেই খুলে যাবে বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়া বাগরি মার্কেট।" এই কথা জানান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "ব্যবসায়ীদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। তাঁদের বাড়িতে অন্ন জুটছে না। ব্যবসায়ীদের স্বার্থেই বাগরি মার্কেট খোলার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এরসঙ্গে ভোটের কিছু বিষয় নেই।"
গত বছরের 16 সেপ্টেম্বর বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বড় বাজারের বাগরি মার্কেট। প্রায় তিন দিনের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে পুরো মার্কেট। পুড়ে যাওয়া ব্লকগুলিতে কাজ চলছে জোর কদমে। বর্তমানে 'এ' ব্লক বাদে অধিকাংশ ব্লক মেরামত করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার বাগরি মার্কেট সংস্কারের কাজ দেখতে যান দমকলমন্ত্রী এবং আধিকারিকরা। মার্কেটটি যাতে খুলে দেওয়া হয় তার জন্য সরকারের কাছে দফায় দফায় আবেদন করেন ব্যবসায়ীরা। সরকারের তরফ থেকে 1 লাখ লিটারের রিজ়ার্ভয়ার, ড্রাই ট্রান্সফরমার সহ মোট 11টি শর্ত দেওয়া হয়।