পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

15 দিনের মধ্যে খুলতে চলেছে বাগরি মার্কেট : দমকলমন্ত্রী - fire

"15 দিনের মধ্যে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া বাগরি মার্কেট খুলে যাবে।" গতকাল দমকলমন্ত্রী সুজিত বসু বাগরি মার্কেট পরিদর্শন করে ব্যবসায়ীদের এই কথা বলেন।

বাগরি মার্কেট

By

Published : Apr 11, 2019, 12:11 PM IST

Updated : Apr 11, 2019, 12:19 PM IST

কলকাতা, 11 এপ্রিল : "আর মাত্র 15 দিনের মধ্যেই খুলে যাবে বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়া বাগরি মার্কেট।" এই কথা জানান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, "ব্যবসায়ীদের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। তাঁদের বাড়িতে অন্ন জুটছে না। ব্যবসায়ীদের স্বার্থেই বাগরি মার্কেট খোলার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এরসঙ্গে ভোটের কিছু বিষয় নেই।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গত বছরের 16 সেপ্টেম্বর বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয় বড় বাজারের বাগরি মার্কেট। প্রায় তিন দিনের চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে রয়েছে পুরো মার্কেট। পুড়ে যাওয়া ব্লকগুলিতে কাজ চলছে জোর কদমে। বর্তমানে 'এ' ব্লক বাদে অধিকাংশ ব্লক মেরামত করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার বাগরি মার্কেট সংস্কারের কাজ দেখতে যান দমকলমন্ত্রী এবং আধিকারিকরা। মার্কেটটি যাতে খুলে দেওয়া হয় তার জন্য সরকারের কাছে দফায় দফায় আবেদন করেন ব্যবসায়ীরা। সরকারের তরফ থেকে 1 লাখ লিটারের রিজ়ার্ভয়ার, ড্রাই ট্রান্সফরমার সহ মোট 11টি শর্ত দেওয়া হয়।‌

গতকাল দমকলমন্ত্রী সুজিত বসু বাগরি মার্কেট পরিদর্শন করে ব্যবসায়ীদের জানান, "সরকারের দেওয়া 11টা শর্ত মানতে হবে। কিছু পয়েন্ট 3 মাসের মধ্যে এবং কিছু পয়েন্ট 6 মাসের মধ্যে করতে হবে।" ব্যবসায়ীরা সমস্ত কাজগুলি 6 মাসের মধ্যে করে দেবেন বলে জানান। এরপরই সাতদিনের মধ্যে লিখিত দেওয়ার কথা জানান দমকলমন্ত্রী। তিনি বলেন, "7 দিনের মধ্যে লিখিত দেওয়ার পরে 15 দিনের মধ্যেই খুলে দেওয়া হবে বাগরি মার্কেট। 6 মাসের মধ্যে কাজ শেষ না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

আজ প্রথম দফার ভোট। ঠিক আগের দিন মন্ত্রীর এই ঘোষণা নির্বাচন বিধি লঙ্ঘন করবে কি না এই নিয়ে প্রশ্ন উঠলে সুজিত বসু বলেন, "ব্যবসায়ীদের রুটি-রুজি বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা‌ বাগরি মার্কেট খুলে দেওয়ার জন্য আবেদন করছেন আমাদের কাছে। সবকিছু ভোট দিয়ে বিবেচনা করা উচিত না। মানুষের রুটি-রুজি নিয়ে রাজনীতি করা ঠিক নয়।"

Last Updated : Apr 11, 2019, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details