কলকাতা , 15 জুন : দীর্ঘ লকডাউনের প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই । বাদ যায়নি ইনভিটেশন কার্ডের দোকানগুলিও । কলেজ স্কোয়ার থেকে মহাত্মা গান্ধি রোড, শিয়ালদা পর্যন্ত বহু এরকম দোকান রয়েছে । লকডাউন শিথিল হওয়ায় কয়েকটি দোকান খুললেও, কোনও বিক্রি নেই । কারণ সরকারের তরফে বিয়েবাড়িতে 25 জনের বেশি কাউকে থাকার অনুমতি দেওয়া হয়নি । ফলে, মাথায় হাত পড়েছে কার্ডের দোকানদারদের ।
মহাত্মা গান্ধি রোডের দু'দিকে লাইন দিয়ে আমন্ত্রণপত্রের দোকান রয়েছে । সংখ্যা 300-র বেশি। যে কোনও সামাজিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান এবং শ্রাদ্ধের কার্ড বা আমন্ত্রণপত্র তৈরি করে মহাত্মা গান্ধি রোডের এই দোকানগুলি । বারো মাস এই চত্বর মুখরিত হয়ে থাকে বিভিন্ন ধরনের আমন্ত্রণপত্র বেচা-কেনায় । শিয়ালদা স্টেশনের কাছে কার্ডের দোকানগুলি হওয়ায় জেলা থেকেও প্রচুর মানুষ আসেন ।
কিন্তু বিয়ের মরশুমে দীর্ঘ লকডাউন থাকায় দোকানগুলি বন্ধ ছিল। সেক্ষেত্রে বিক্রিও সম্পূর্ণ বন্ধ । লকডাউন শিথিল হওয়ার পর দোকান খুললেও কোনও বেচা-কেনা নেই । এপ্রসঙ্গে কলেজ স্ট্রিটের এক দোকানের কর্মচারী হেমন্ত আচার্য জানালেন , " একদমই বেচা-কেনা নেই । কেউ কার্ড কিনতে চাইছেন না । আগে এক এক দিন দোকানগুলি থেকে প্রায় 5 থেকে 10 হাজার টাকার কার্ড বিক্রি হত । এখন সব বন্ধ । প্রচুর টাকার ক্ষতি হয়েছে । 21 মার্চ শেষ খদ্দের এসেছিল । এখন তো অনুষ্ঠানে 25 জনের বেশি কাউকে নেওয়া যাবে না । সেই কারণেই দৈহিক দূরত্বের কথা মাথায় রেখে অনুষ্ঠানের আয়োজকরা কার্ডের সংখ্যা কমিয়ে দিচ্ছেন । কেউ 25টি কার্ড চাইছেন । কেউ আবার 10টি । কিন্তু 25টি কার্ডের কম ছাপানো যাবে না । তাতে আমাদের আর্থিক ক্ষতি হবে । ইতিমধ্যে অনেকে বিয়ের তারিখ পরিবর্তন করেছেন । অথচ কার্ডের বায়না করা ছিল পুরানো তারিখ মেনে । একবার ছাপানোর পর সব গোলমাল হয়ে গিয়েছে । সামান্য কিছু টাকা দিয়ে বায়না করে যাওয়ার পর, খদ্দেররা আর দোকানে আসেননি । ফলে, অনেক টাকার ক্ষতি হয়েছ । "
লকডাউন শিথিল হলেও ফাঁকা আমন্ত্রণপত্রের দোকানগুলি শুধুমাত্র লকডাউন নয় । আমফানের কারণে বহু কার্ড নষ্ট হয়ে গিয়েছে । ন্যূনতম পাঁচ টাকা থেকে আড়াইশো টাকার কার্ড তৈরি হয় । কিন্তু কার্ডগুলি নষ্ট হয়ে যাওয়ায় মহাজনদের অনেক টাকার ক্ষতি হয়েছে । এপ্রসঙ্গে তিনি জানান , " প্রবল ঘূর্ণিঝড় আমফানে নষ্ট হয়ে গিয়েছে বিয়ের কার্ড । কয়েক কোটি টাকার কার্ড নষ্ট হয়েছে । "
ক্ষতির সম্মুখীন কার্ড ব্যবসায়ীরা আগে যেখানে প্রচুর ভিড় হত, সেখানে কোনওরকম অনুষ্ঠানের খদ্দের না থাকায় সুনসান কার্ডের দোকানগুলি । আচমকা মুখ থুবড়ে পড়েছে আমন্ত্রণপত্র বিক্রির ব্যবসা । কবে পরিস্থিতি স্বাভাবিক হবে কেউ জানেন না । কর্মচারীদের রুটি-রুজি নিয়েও প্রশ্ন উঠেছে । সারাজীবন কার্ডের দোকানে কাজ করে, এখন কি জীবিকা বদল করতে হবে? শঙ্কিত কর্মচারীরা ।