কলকাতা, 27 নভেম্বর: গত এক সপ্তাহে কলকাতা পুলিশ এবং বিধাননগর কমিশনারেটের আওতাধীন এলাকায় মোট চারটি অস্ত্র নিয়ে হামলার ঘটনায় এবার উদ্বিগ্ন লালবাজার। ইতিমধ্যেই পুলিশের তরফে প্রত্যেকটি ঘটনার পৃথক তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু এই বিষয়ে প্রশ্ন একটাই, তা হল কেন এই প্রকারের ঘটনা বেড়ে চলেছে? তাহলে কি পুলিশের নিজের এলাকায় দখল বলে কিছুই নেই? এই বিষয়ে রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম ইটিভি ভারতকে বলেন, "এক্ষেত্রে পুলিশের ব্যর্থতা হল প্রধান কারণ। রাজ্য পুলিশ হোক বা কলকাতা পুলিশ, সব জায়গাতেই নাইট পেট্রলিং থেকে শুরু করে নাকা তল্লাশির ব্যবস্থা অত্যন্ত জরুরি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শহর কলকাতার রাস্তায় রাতের বেলায় কোন পেট্রলিং হয় না। ফলে রাতের দিকে অপরাধীরা বেতাজ বাদশার মতো রাস্তায় অবাধ ঘোরাফেরা করতে সক্ষম হয়।"
তাঁর কথায়, "দ্বিতীয় কারণ হল, পুলিশের নিজেদের এলাকায় দখল একেবারেই কমে গিয়েছে। এলাকায় কোন ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তার কোনও স্পষ্ট ধারণা নেই সংশ্লিষ্ট থানার অ্যান্টি রাউডি অফিসারদের কাছে। এছাড়াও রাজনৈতিক চাপে পড়ে অনেক সময় পুলিশকর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। সেক্ষেত্রে কোনও অভিযুক্তকে থানায় আনার পরেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একাধিক নেতারা তাদের জামিনের ব্যবস্থা করে দেয় কিংবা থানা থেকেই ছাড়িয়ে আনার ব্যবস্থা করে নেয়। ফলে তারা এইটুকু বুঝতে শিখে গিয়েছে, তারা যতই অপরাধ প্রবণতার সঙ্গে যুক্ত থাকুক না কেন, রাজনৈতিক ছত্রছায়া থাকলে তারা পুলিশের জাল থেকে নিজেদের মুক্ত রাখতে পারবে।"