কলকাতা, 2 এপ্রিল:শক্তিগড় শ্যুটআউটে একদাকয়লা মাফিয়ারমৃত্যুতে ঝড় বঙ্গ রাজনীতিতে ৷ তৃণমূল সরকারের বর্তমান নেতা-মন্ত্রী বাবুল সুপ্রিয় রাজু ঝা'র মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ৷ পাশাপাশি এই মৃত বিজেপি নেতাকে নিয়ে শনিবার রাত থেকে একের পর এক বিস্ফোরক টুইট করলেন তিনি ৷ প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেয় রাজেশ ওরফে রাজু ৷ সেই সময় আসানসোলের বিজেপি সাংসদ ছিলেন বর্তমান তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় ৷ এই ঘটনা তাঁর কাছে দুর্ভাগ্যজনক হলেও একদা কয়লা মাফিয়ার মৃত্যুতে পদ্ম শিবিরের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন তিনি ৷ একইসঙ্গে বিজেপিতে থাকাকালীন নিজের স্বচ্ছতার কথা তুলে ধরার চেষ্টা করলেন ৷ তিনি দুর্নীতিতে মদত জোগাননি বলে দাবি করলেন তৃণমূল সরকারের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী ৷ বাবুলের কথায় তাঁর তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে সময় দলে নেওয়া হয়েছিল রাজু ঝা'কে ৷
কী লিখলেন বাবুল ?
বিজেপি নেতা রাজু ঝার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তিনি ৷ পাশাপাশি তাঁর টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তৃণমূলের গায়ক-মন্ত্রী বাবুল ৷ তিনি লিখেছেন, "আইন ভাঙলে আদালতেই তার বিচার হওয়া উচিত ৷" কেন তিনি এমনটা লিখলেন ? টুইটেই খোলসা করেছেন বাবুল ৷ রাজ্যের মন্ত্রী লেখেন, "এটা লিখছি কারণ এই রাজু ঝাকে নিয়েই আমার সঙ্গে বঙ্গবিজেপির যাঁরা আজ বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গে চূড়ান্ত মতবিরোধ হয় ৷ রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করান দিলীপ ঘোষ ও কৈলাশ বিজয়বর্গীয় ৷" এরপর বাবুল ইঙ্গিতপূর্ণ ভাবে লিখেছেন, "এবার এঁরা বলবেন 'চিনি না'!" প্রসঙ্গত, রাজু ঝা 2020 সালে দুর্গাপুরের পলাশডিহায় বিজেপিতে নাম লেখায় ৷ তখন রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ৷ শনিবার রাতে শক্তিগড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কয়লা মাফিয়া তথা বিজেপি নেতার ৷ তারপর থেকে এখনও পর্যন্ত সহ-সভাপতি দিলীপ ঘোষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷
এরপর রাজু ঝা'র সঙ্গে বিজেপির তাবড় নেতাদের সম্পর্ক নিয়ে একটি টুইট করেন বাবুল, "রাজুরই হোটেল বিজেপির বড় বড় নেতারা ব্যবহার করতেন ৷" উল্লেখ্য রাজু ঝা বাম জমানায় কয়লা মাফিয়া ছিল ৷ কিন্তু বঙ্গে বাম সরকার পতন ও তৃণমূল সরকার এলে সে এই বেআইনি কারবার থেকে সরে আসে ৷ হোটেল ব্যবসায় লগ্নি করেছিল রাজেশ ওরফে রাজু ৷ পরের টুইটে আরও বিস্ফোরক গায়ক-অভিনেতা টার্নড তৃণমূল নেতা বাবুল ৷ তাঁকে দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করেছিল গেরুয়া শিবির ৷ তাঁর অভিযোগ, "আমাকে বদনাম করার জন্য দুর্গাপুরের একটা রোড শো তে আমার সব ব্যানারের নীচে 'সৌজন্য রাজু ঝা' লেখানো হয়েছিল ৷" তাই তাঁর দাবি, "প্রশ্ন এটাই যে এই বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডি তল্লাশি কেন হবে না !" তিনি আরও লেখেন, "2019 ভোটের আগে আসানসোলের সিগনেচার হোটেলে একটি মিটিং হয়েছিল ৷ সেই ঘরে কৈলাশজিও ছিলেন ৷ সবার সামনে আমায় বলা হয়েছিল যে 'জয়দেব মন্ডল' নামক 'জনৈকের' সাহায্য ছাড়া 2019-এর আসানসোল জিততে পারব না ৷ তিনগুন ভোটে জিতে ওদের জবাব দিয়েছিলাম ৷ তখন সব দুষ্ট নেতা একসাথে খুব 'দুঃখ' পেয়েছিলেন ৷"
আরও পড়ুন:একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে যোগদান, কে এই নিহত বিজেপি নেতা রাজু ঝা ?