কলকাতা, 18 মে: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন সদ্য চাকরি হারানো ববিতা সরকার । বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে আবেদন করা হয়েছে । সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন করেন ববিতা । মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর চাকরি বাতিল করে অনামিকা রায় নামে এক প্রার্থীকে সেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন । সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন ববিতা ।
উল্লেখ্য, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে শিক্ষিকার চাকরি পেয়েছেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী, এমন অভিযোগকে কেন্দ্র করে বছর চারেক আগে তোলপাড় হয়েছিল রাজ্য । সেই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমস্ত কিছু খতিয়ে দেখার পর অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করে ববিতা সরকার নামে এক প্রার্থীকে যোগ্য হিসাবে বিবেচনা করে চাকরিতে নিযুক্ত করেন । সঙ্গে অঙ্কিতা অধিকারীর প্রায় চার বছরের বেতন 16 লক্ষ টাকার কাছাকাছি ববিতা সরকারকে দিতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।