কলকাতা, 15 মার্চ:বিএসএফের শীর্ষকর্তা বদল । নতুন করে দায়িত্বে পেলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত আইপিএস আয়ুষ মণি তিওয়ারি (Ayush Mani Tiwari takes charge as ig of BSF) । মঙ্গলবার থেকে তিনি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার, বিএসএফের ইন্সপেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন । তামিলনাড়ু ক্যাডারের 1997 ব্যাচের সিনিয়র আইপিএস অফিসার আয়ুষমণি তিওয়ারি । মঙ্গলবার বিদায়ী আইজি ডক্টর. অতুল ফুলঝেলের কাছ থেকে তিনি দায়িত্ব নিয়েছেন ।
ডাঃ অতুল ফুলঝেলে বিএসএফের পঞ্জাব ফ্রন্টিয়ারের নতুন আইজি পদে নিযুক্ত হয়েছেন । এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আয়ুষমণি তিওয়ারি, আনন্দ (IRMA) গুজরাত থেকে এমবিএ করেছেন ৷ সেইসঙ্গে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করেছেন । তিনি তামিলনাড়ুর বেশ কয়েকটি সাম্প্রদায়িক এবং বর্ণ-সংবেদনশীল জেলা যেমন তুতিকোরিন, মাদুরাই, তিরুভাল্লুর এবং নামাক্কালের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এককালে ।
আয়ুষমণি তিওয়ারি চেন্নাই শহরের ডিসিপি, কোয়েম্বাটুর রেঞ্জের ডিআইজি এবং তামিলনাড়ুতে সশস্ত্র পুলিশের আইজিপি হিসাবে কাজ করেছেন । 2007 সালে, আয়ুষমণি তিওয়ারি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে কেন্দ্রীয় ডেপুটেশনে আসেন ৷ পাকিস্তান সীমান্তে অবস্থিত গুজরাত ব্যুরোতে নেতৃত্ব দেন । তিনি তিন বছর নাগরিক উন্নয়ন ব্যুরোতে ডিডিজি হিসেবেও দায়িত্ব পালন করেছেন । বিএসএফে তিনি আইজি, রাজস্থান ফ্রন্টিয়ার এবং ফোর্স হেড কোয়ার্টারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন । বিশেষ কাজের জন্য তিনি একাধিক সম্মানে ভূষিত হয়েছেন, যার মধ্যে মেধাবী সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদকও পেয়েছেন ।