কলকাতা, 26 এপ্রিল: সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক শীলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় ৷ অভিষেক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের ছেলে ৷ গত সোমবার তাঁর ছেলের বান্ধবীকে নোটিশ পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ সেই অনুযায়ী বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে আসেন ইমন গঙ্গোপাধ্যায় ৷
সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় ইমন গঙ্গোপাধ্যায়ের নামে জমি কেনা রয়েছে ৷ ইডি সূত্রের খবর, অভিষেক শীলের বান্ধবী ইমন রাজ্য সরকারের এক আধিকারিকের মেয়ে ৷ তাঁর নামে একাধিক বেসরকারি সংস্থার হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷ এছাড়া অভিষেকের সঙ্গে ইমন গঙ্গোপাধ্যায় যৌথভাবে একাধিক পেট্রোল পাম্পও কিনেছেন বলে তদন্তে উঠে এসেছে ৷
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের অনুমান, এই সব সংস্থা গড়ে তোলার নেপথ্যে রয়েছে নিয়োগ দুর্নীতি মামলার কোটি কোটি কালো টাকা ৷ আর এই কালো টাকা সাদা করতেই অয়ন শীল ও তাঁর ছেলে অভিষেক শীল বেনামী কোম্পানি খুলে টাকা বিনিয়োগ করতে থাকেন ৷ অয়ন শীলের গ্রেফতারির পর তাঁর সল্টলেকের ভাড়া করা অফিস এবং বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে গোয়েন্দারা বহু নথিপত্র পেয়েছিলেন ৷