কলকাতা, 21 এপ্রিল: রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ এবং বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এজেন্টরা যুক্ত নন ৷ এ বার নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির হাতে এল পাঁচ থেকে ছয় জন প্রভাবশালী ব্যক্তির নাম । গতকাল অয়ন শীলের বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা । সূত্রের খবর, এই 5 ঘণ্টা জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন শ্বেতা চক্রবর্তী ।
অয়ন শীলের সঙ্গে কারা, কোথায়, কবে কবে দেখা করতে আসতেন, তার বিস্তারিত তথ্য শ্বেতা চক্রবর্তী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের জানিয়েছেন বলে সূত্রের তরফে জানা গিয়েছে ৷ জিজ্ঞাসাবাদে শ্বেতা গোয়েন্দাদের জানিয়েছেন, মাঝেমধ্যেই শহরের বিভিন্ন হোটেল এবং সল্টলেকে অয়নের ভাড়া করা অফিস ও বাড়িতে বসত বৈঠক । রাজ্যের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব সেই বৈঠকে উপস্থিত থাকতেন । তবে এই সব প্রভাবশালী ব্যক্তিত্বরা কারা, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাচ্ছেন না তদন্তকারীরা ।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিভিন্ন সরকারি আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন এজেন্ট ছাড়াও যুক্ত রয়েছে রাজ্যের প্রভাবশালী বেশ কয়েকজন ব্যক্তি । পাশাপাশি গতকাল অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে দীর্ঘ পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ অয়নের স্ত্রী কাকলি শীল, ছেলে অভিষেক শীল-সহ পরিবারের বেশ কয়েকজনকে আজ সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে ।