কলকাতা, 8 অক্টোবর: হরিদেবপুর হত্যাকাণ্ডের রন্ধ্রে রন্ধ্রে রহস্য । কে সত্য, কে-ই বা মিথ্যে, তা বোঝার উপায় নেই । এরইমধ্যে মৃত অয়নের মা'য়ের চাঞ্চল্যকর দাবি পুলিশের কাছে । অয়নের বাড়িতে এসে তাঁর বান্ধবী অয়নের মা মঞ্জু মন্ডলকে বলেন, "আমি সন্তান সম্ভবা । আমার গর্ভে সন্তান আছে ।" পুলিশকে এই তথ্য দিয়েছে মৃত অয়নের মা মঞ্জু মণ্ডল । যদিও লালবাজারের দাবি অয়নের বান্ধবী সত্যি সন্তান-সম্ভবা কি না, তার পরীক্ষা করা হবে (Girlfriend of Ayan is pregnant, claims Ayan's Mother) ।
সূত্রের খবর, মৃত অয়ন মণ্ডলের সঙ্গে তাঁর বান্ধবীর মায়েরও একটি সম্পর্ক ছিল । জিজ্ঞাসাবাদে হরিদেবপুর থানাকে এই তথ্যই জানিয়েছে মৃত অয়নের বাবা । অভিযোগ, সেই সম্পর্কে টানাপোড়েনের ফলেই ঠাণ্ডা মাথায় ছেলেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেহ লোপাট করার চেষ্টা করে অভিযুক্তরা । তবে অয়নের বান্ধবীর মায়ের সঙ্গে অয়নের ঠিক কী ধরনের সম্পর্ক ছিল, সে ব্যাপারে এখনও পরিষ্কার নয় তদন্তকারী আধিকারিকরা ।
জানা গিয়েছে, অয়নের নিখোঁজ হওয়ার দিন তাঁর বাড়িতে আচমকাই হাজির হয় বান্ধবী । মঞ্জু দেবীর দাবি, প্রথম থেকেই অয়নের বান্ধবীকে অন্যমনস্ক দেখাচ্ছিল । বারবার অয়নের খোঁজ করছিল ৷ কিন্তু সেই সময় অয়নের মোবাইল ফোন সুইচড অফ ছিল । মঞ্জু দেবীর পুলিশের কাছে দাবি, আচমকা অয়নের বান্ধবী তাঁকে জানান, অয়নকে হয়তো পুলিশ ধরে নিয়ে গিয়েছে । কিন্তু বান্ধবীর কাছে তাঁর মা জানতে চান, পুলিশ কেন ধরে নিয়ে যাবে ? জবাবে বান্ধবী জানায়, সে সন্তান-সম্ভবা এবং তাঁর গর্ভে অয়নের সন্তান রয়েছে ।