কলকাতা, 28 ডিসেম্বর:আবাস যোজনা (Awas Yojana) নিয়ে কমবেশি সমস্ত জেলাতেই অভিযোগ প্রকাশে এসেছে । বিভিন্ন জেলাতে হয়েছে বিক্ষোভ । হাতে সময় কম ৷ 31 ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার জন্য কেন্দ্রের কাছে অনুমোদনের জন্য নাম পাঠাতে হবে আর এতেই বেকায়দায় নবান্ন । এখনও পর্যন্ত যা খবর, এই 11 লক্ষ 36 হাজার 488 উপভোক্তার মধ্যে মাত্র 2 লক্ষ উপভোক্তার নাম পঞ্চায়েত দফতরের পোর্টালে (Panchayat portal) আপলোড করা হয়েছে ৷ আর এর মধ্যেই বাকি রয়েছে সিংহভাগ উপভোক্তার নাম । এই নিয়ে ক্ষুব্ধ নবান্ন । যদিও এ বার রাজ্যের তরফ থেকে আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য কম সময় পেয়েছে রাজ্য সরকার । দেরি করে এই অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্যের জন্য । ফলে তড়িঘড়ি ভেরিফিকেশনের কাজ করতে হয়েছে । বহু ক্ষেত্রে উপভোক্তাদের নাম পর্যালোচনা করতে গিয়ে দেখা গিয়েছে, অযোগ্য অনেকের নাম রয়েছে ৷ সে সব ঝাড়াই বাছাইয়ের জন্য যতটুকু সময় প্রয়োজন তা ছিল না । এই অবস্থায় 11 লক্ষ 36 হাজার 888 জন উপভোক্তার নাম পোর্টালে আপলোড করা বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখছে রাজ্য ।
এখনও পর্যন্ত যতটুকু খবর পাওয়া গিয়েছে, আবাস যোজনার কাজ রাজ্যের চার জেলায় চলছে অত্যন্ত শ্লথ গতিতে । এর মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, পুরুলিয়া, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর ৷ প্রশ্ন উঠছে এই চার জেলায় সময়মতো আবাস যোজনার কাজ শেষ করা যাবে কি না সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন । আর সেই কারণেই এই চার জেলার কাজে খুশি নয় নবান্ন । যুদ্ধকালীন তৎপরতায় এই চার জেলার কাজ সম্পাদনের নির্দেশ দেওয়া হয়েছে ।