পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Puja 2023: সাপের ছোবলে মৃত্যু-জলে ডোবা থেকে রক্ষার পাঠ দুর্গাপুজোয়! - জলে ডুবে

Awareness Campaign: রাজ্যে প্রায়শই জলে ডুবে ও সাপের ছোবলে মৃত্যুর খবর সামনে আসে ৷ এবারের পুজোয় কলকাতার তিন মণ্ডপে তাই সাপের ছোবল কিংবা জলে ডুবে গেলে নিজেকে কীভাবে রক্ষা করা যাবে ৷ তার পাঠ দেওয়া হল ৷

Awareness Campaign
জলে ডোবা থেকে রক্ষার পাঠ দুর্গাপুজোয়

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 6:53 PM IST

কলকাতা, 24 অক্টোবর: সাপের ছোবল কিংবা জলে ডুবে গেলে নিজেকে রক্ষা করবেন কী করে? কোন উপায়ে সাপের বিষ থেকে সুস্থ হতে পারবেন? সেই সব শিক্ষাই দেওয়া হল এ বছরের দুর্গাপুজোয় । দক্ষিণ কলকাতার তিন উল্লেখযোগ্য পুজো মণ্ডপে পঞ্চমী থেকে নবমী চলল সচেতনতামূলক অনুষ্ঠান । জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জেডএসআই) এবং অ্যাভয়ডেবল ডেথস (এডিএন) এই প্রচারমূলক কর্মসূচি নেয় । কর্মসূচি চলে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘ এবং বালিগঞ্জের ম্যাডক্স স্কোয়ার এবং যোধপুর পার্কে ।

সাপের ছোবলে মৃত্যু রুখতে সচেতনতামূলক প্রচার

এই কর্মসূচিতে সপ্তমীর দিন উপস্থিত হয়েছিলেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফার্স্ট মহিলা ডিরেক্টর ডঃ ধৃতি বন্দ্যোপাধ্যায়, এডিএনের প্রতিষ্ঠাতা ডাঃ নিবেদিতা রায় বেনেট এবং এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাঃ বাদল সাহ । এনারা সকলেই জলে ডুবে এবং সাপের ছোবলে মৃত্যু এড়ানোর পরামর্শ দেন । এছাড়াও স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, আয়ারল্যান্ড এবং জার্মানির 10 জন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক ও 10 জন স্থানীয় কলকাতা স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । এই উৎসবে শহর কলকাতায় পা রাখেন বিভিন্ন জেলার মানুষেরা । তাই দুর্গাপুজোকেই আদর্শ সময় বলে বেছে নিয়েছেন অ্যাডিএন ও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া । এই বিষয়ে এডিএনের প্রতিষ্ঠাতা ডাঃ নিবেদিতা রায় বেনেট বলেন,"সাপের ছোবল এবং ডুবে যাওয়া এড়ানো যায় এই বিষয়ে দুর্গাপুজোয় অংশ নিয়ে মানুষকে জানানোর অভিজ্ঞতা দুর্দান্ত ছিল । বহু মানুষ আমাদের এই কাজে সহযোগিতা করেছেন । আমি সবাইকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন:ভাঙা কাঁচ দিয়ে মণ্ডপসজ্জা শিলিগুড়ি সঙ্ঘশ্রী ক্লাবে

রিজিওনাল কো-অর্ডিনেটর স্নেহেন্দু কোনার বলেন,"আমরা এই কর্মসূচি করে দু'রকমের উৎসাহ দেখেছি । জেলাতে যেহেতু সাপের ছোবল বা জলে ডুবে মৃত্যু বেশি চোখে পড়ে ৷ তাই জেলার মানুষজন আমাদের কর্মসূচি বিশেষভাবে অংশ নিয়েছেন । অনেকক্ষণ তারা আমাদের সঙ্গে কথা বলেন । আবার শহর কলকাতার বেশ কিছু মানুষজন এই প্রজেক্টে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন । জেলার বিভিন্ন জায়গায় এই প্রচারমূলক কাজে তারা এগিয়ে আসবেন বলে আশ্বাস দিয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details