কলকাতা, 11 অক্টোবর : অন্যান্য বছরের মতো এবার রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শন করা বেশ চাপের । কিন্তু তাই বলে ঠাকুর দর্শন হবে না ? বিকল্প উপায় নিয়ে এসেছে ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC) । এবার সপ্তমী ও নবমীর দিন ঐতিহ্যবাহী বাতানুকূল ট্রামে উত্তর ও দক্ষিণ কলকাতার নামকরা পুজোগুলি পরিক্রমা করার সুযোগ করে দিচ্ছে WBTC ।
কোরোনা আবহে এবার যে বাঙালির সর্ববৃহৎ উৎসব দুর্গা পুজোতেও পরিবর্তনের ছোঁয়া তা বলাই বাহুল্য । বাইরে পুজো অথচ রাস্তায় বেরিয়ে ঠাকুর দর্শন করতে চাইলেও অন্যান্য বছরের মতো এবারটি হচ্ছে না । তাই ভিড়ে গাদাগাদি না করে সমাজিক দূরত্ব বজায় রেখে ঠাকুর দেখতে এবার বেরিয়ে পড়ুন ট্রামে চড়ে । লম্বা লাইনে না দাঁড়িয়ে ঠাকুর দেখুন এবার ট্রামকারে চেপে । ঐতিহ্যবাহি বাতানুকূল ট্রাম ঘুরিয়ে দেখাবে শহরের নামি পুজোগুলি । যাত্রাপথেই থাকছে জলপানের ব্যবস্থাও । উত্তর ও দক্ষিণ কলকাতার নাম করা পুজোগুলি দেখার সুযোগ করে দিচ্ছে WBTC ।