কলকাতা, 30 এপ্রিল : নর্থ সাউথ মেট্রো করিডোর আরও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন । এবার একধাপ এগিয়ে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য স্টেশনগুলোতে বসানো হবে অটোমেটিক স্মার্ট কার্ড রিচার্জ মেশিন (automatic smart card recharge machine in North South corridor) । এমনটাই জানা গিয়েছে মেট্রো রেল সূত্রে । মেট্রোর নিত্য যাত্রীরা রোজ টিকিট না কেটে স্মার্ট কার্ড ব্যবহার করেন । তবে স্মার্ট কার্ড রিচার্জ করাতেও অনেক সময় লম্বা লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের । এতে সময়ও লেগে যায় বিস্তর । তবে শীঘ্রই থেকে লম্বা লাইনে দাঁড়ানো থেকে মুক্তি পাবেন নর্থ সাউথ মেট্রো করিডোরের যাত্রীরা ৷ স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে যাত্রীরা নিজেরাই স্মার্ট কার্ড রিচার্জ করিয়ে নিতে পারবেন ।
এই বিষয়ে কলকাতা মেট্রো রেলের ডেপুটি জেনারেল ম্যানেজার ও প্রধান জনসংযোগ আধিকারিক প্রত্যুষ ঘোষ বলেন, "ইতিমধ্যেই আমরা 16টি স্টেশনে এই মেশিন বসিয়েছি ৷ এরপর ধাপে ধাপে বাকি 10টি স্টেশনেও বসানো হবে এই মেশিন । যে স্টেশনগুলোতে যাত্রী ভিড় অনেক বেশি সেগুলোকে আপাতত চিহ্নিত করে ওই মেশিন বসানো হয়েছে । এর মধ্যে বেশ কয়েকটি স্টেশনে ASCRM চালু হয়ে গিয়েছে ।"