পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনায় আক্রান্ত বুদ্ধদেব গুহ, রয়েছে সর্দি-কাশি - Buddhadeb Guha

এইমুহূর্তে বুদ্ধদেব গুহ দিল্লিতে রয়েছেন ৷ সেখানেই এক হোটেলে কোয়ারান্টিনে আছেন তিনি ৷

বুদ্ধদেব গুহ
বুদ্ধদেব গুহ

By

Published : Apr 24, 2021, 10:30 PM IST

কলকাতা, 24 এপ্রিল : করোনায় আক্রান্ত বুদ্ধদেব গুহ ৷ বর্ষীয়ান সাহিত্যিক এই মুহূর্তে এক হোটেলে কোয়ারান্টিনে রয়েছেন ৷ বুদ্ধদেব গুহর মেয়ে ও তাঁর গাড়ির চালকও করোনায় আক্রান্ত ৷

বিগত কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছেন বছর ছিয়াশির বুদ্ধদেব গুহ ৷ বুকে সর্দিও জমেছে ৷ অল্প কাশিও হচ্ছে ৷ এই উপসর্গগুলি শরীরে প্রকাশ হওয়ার পরই করোনা পরীক্ষা করার তিনি ৷ আজ রিপোর্ট পজিটিভ এসেছে ৷ তবে এই উপসর্গগুলি ছাড়া শারীরিক অবস্থার কোনও অবনতি হয়নি তাঁর ৷ স্বাদ-গন্ধও পাচ্ছেন ঠিকঠাক ৷

আরও পড়ুন : প্রয়াত শঙ্খ ঘোষ

কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিশিষ্ট কবি শঙ্খ ঘোষের ৷ এবার করোনায় আক্রান্ত হলেন বাংলা সাহিত্যকে ঋজুদা উপহার দেওয়া বুদ্ধদেব গুহ ৷ এইমুহূর্তে তিনি দিল্লিতে রয়েছেন ৷ সেখানেই এক হোটেলে কোয়ারান্টিনে আছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details