কলকাতা, 10 অক্টোবর: বেরোনোর পথ জানতেন না বলে চক্রব্যুহে নিহত হয়েছিলেন অভিমন্যু । আমরাও কিন্তু সবাই এক একজন অভিমন্যু। জীবন নামক চক্রব্যুহে সকলে আটকে পড়েছি । জন্ম থেকে মৃত্যু চক্রের মধ্যে আবর্তিত হচ্ছে জীবন ৷ জন্ম থেকে মৃত্যু কেবল জীবনের জাঁতাকলে হাবুডুবু। মানুষ থেকে জীবজন্তু, এমনকী কীটের জীবনে এই জন্ম থেকে মৃত্যু, ওঠা পড়ার ছবিকেই তুলে ধরা হয়েছে উল্টোডাঙার অরবিন্দ সেতু সর্বজনীনের মণ্ডপে । 47তম বর্ষে এবার তাদের বিষয় ভাবনা, জীবন-চক্র ।
জীবন মানেই শুধু বেড়ে ওঠা নাকি অন্য কিছু? সেই খোঁজ দেবে এবার অরবিন্দ সেতু সর্বজনীন । পুজো কমিটির সদস্য মিন্টু পাত্র বলেন, "এই চক্রব্যুহ থেকে বেরোনোর জন্যে আপ্রাণ চেষ্টা করছে সকলেই । কিন্তু পারছেন না । শরীরে থাকা ষড়রিপু নির্মমভাবে বধ করছে । তাহলে উপায়? জন্ম মৃত্যুর এই ভয়ঙ্কর চক্র বা আবর্ত থেকে বাঁচার উপায়ও কিন্তু সেই চক্র । আমাদের শরীরে ছয়টি চক্র আছে । যোগমায়ার আশীর্বাদে সেই চক্র ভেদ করে ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে । তবেই হবে মুক্তি ।"