পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজা রামমোহন রায়ের বাড়িতে বড়সড় চুরির চেষ্টা, টার্গেটে ঐতিহাসিক জিনিস? - kolkata

মাস খানেক আগে এই বাড়িতে প্রথমবার চুরির চেষ্টা হয় । তখন বিষয়টি জানানো হয়েছিল স্থানীয় আমহার্টস্টি্রট থানায় । অভিযোগ থানা তরফে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি ।

রামমোহন রায়

By

Published : Jul 31, 2019, 7:15 PM IST

Updated : Aug 1, 2019, 1:38 AM IST

কলকাতা, 31 জুলাই : এবার রাজা রামমোহন রায়ের বাড়িতে বড়সড় চুরির চেষ্টা । 85 এ রাজা রামমোহন রায় সরণি ঐতিহাসিক বাড়ির নিচের তলার পাঁচটি জানালার কড়ি ভেঙে ফেলা হয়েছে রাতের অন্ধকারে । ভাঙা হয়েছে জানলায় লাগানো চাবিও । যে ঘরটিতে এই জানালা ভাঙা হয়েছে সেখানে রাখা থাকে ঐতিহাসিক সব ছবি । আর সেখান থেকে অনায়াসে পৌঁছানো যায় দুই তলায় । যেখানে সযত্নে রক্ষিত রয়েছে রাজা রামমোহন রায় ব্যবহৃত জিনিসপত্র এবং তার হস্তাক্ষর । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরেদের টার্গেট ছিল সেগুলোই ।

85 এ রাজা রামমোহন রায় সরণি


এখন রামমোহন রায়ের এই বাড়িটিতে তৈরি হয়েছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম । সেখানকার কর্মীরা জানাচ্ছেন, মাস খানেক আগে এই বাড়িতে প্রথমবার চুরির চেষ্টা হয় । তখন বিষয়টি জানানো হয়েছিল স্থানীয় আমহার্টস্টি্রট থানায় । অভিযোগ থানা তরফে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি । তখন বিষয়টি চিঠি লিখে জানানো হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে । অভিযোগ, তারপরও এই বাড়ির সুরক্ষার কোনও ব্যবস্থা করা হয়নি । তার ফলে 29 জুলাই থেকে গতরাতের মাঝে কোন একটা সময় রাতে ফের ভাঙার চেষ্টা হয়েছে জানলা । জানলায় লাগানো সুরক্ষার চাবি এবং দেড়শো বছরের পুরোনো পিতলের হাতল খুলে দিয়ে গেছে চোর ।

রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম

মিউজিয়ামের এক কর্মী ঝিমলি সাহা বলেন, “যেগুলি নিয়ে গেছে চোরেরা সেগুলোর ঐতিহাসিক গুরুত্ব কম নয় । ওই জিনিসগুলি আর রিপ্লেস করা সম্ভব নয় । মনে হয় চোরেদের টার্গেট ছিল মিউজিয়ামে থাকা জিনিসপত্র । কিন্তু, একেবারে বড় রাস্তার ধারে বাড়ি হওয়ায় নিশ্চয়ই কেউ দেখে ফেলে । তার জন্য এবারের মত পালিয়েছে সেই চোরেরা ।" আশঙ্কা করা হচ্ছে জানলার সুরক্ষা ভেঙে যাওয়ার পর ফের তারা চেষ্টা করবে । এবারও বিষয়টি জানানো হয়েছে আমহার্টস্টি্রট থানায় ।

রাজা রামমোহন রায়ের বাড়িতে বড়সড় চুরির চেষ্টা , দেখুন ভিডিয়ো

ঢিলেঢালা নিরাপত্তার সুযোগ নিয়ে এর আগে শান্তিনিকেতন থেকে চুরি গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল । সেই রহস্যের সমাধান হয়নি । প্রশ্ন উঠেছে যারা রামমোহন রায়ের বাড়িতে চুরির চেষ্টা চালানো, তারাও কি ঐতিহাসিক সেই গুরুত্বের কথা মাথায় রেখেই বারবার চেষ্টা করে যাচ্ছে চুরির? এরপর কি পুলিশের পক্ষ থেকে বাড়িটির সুরক্ষায় যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে? প্রশ্নটা উঠছেই ।

Last Updated : Aug 1, 2019, 1:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details