কলকাতা, 31 জুলাই : এবার রাজা রামমোহন রায়ের বাড়িতে বড়সড় চুরির চেষ্টা । 85 এ রাজা রামমোহন রায় সরণি ঐতিহাসিক বাড়ির নিচের তলার পাঁচটি জানালার কড়ি ভেঙে ফেলা হয়েছে রাতের অন্ধকারে । ভাঙা হয়েছে জানলায় লাগানো চাবিও । যে ঘরটিতে এই জানালা ভাঙা হয়েছে সেখানে রাখা থাকে ঐতিহাসিক সব ছবি । আর সেখান থেকে অনায়াসে পৌঁছানো যায় দুই তলায় । যেখানে সযত্নে রক্ষিত রয়েছে রাজা রামমোহন রায় ব্যবহৃত জিনিসপত্র এবং তার হস্তাক্ষর । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরেদের টার্গেট ছিল সেগুলোই ।
এখন রামমোহন রায়ের এই বাড়িটিতে তৈরি হয়েছে রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম । সেখানকার কর্মীরা জানাচ্ছেন, মাস খানেক আগে এই বাড়িতে প্রথমবার চুরির চেষ্টা হয় । তখন বিষয়টি জানানো হয়েছিল স্থানীয় আমহার্টস্টি্রট থানায় । অভিযোগ থানা তরফে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি । তখন বিষয়টি চিঠি লিখে জানানো হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকে । অভিযোগ, তারপরও এই বাড়ির সুরক্ষার কোনও ব্যবস্থা করা হয়নি । তার ফলে 29 জুলাই থেকে গতরাতের মাঝে কোন একটা সময় রাতে ফের ভাঙার চেষ্টা হয়েছে জানলা । জানলায় লাগানো সুরক্ষার চাবি এবং দেড়শো বছরের পুরোনো পিতলের হাতল খুলে দিয়ে গেছে চোর ।