কলকাতা, 10 সেপ্টেম্বর: হাওড়ার ছাত্র নেতা আনিশ খান হত্যার অন্যতম সাক্ষী ছিলেন তাঁরই নিকট আত্মীয় সলমান খান (Attack on Salman Khan)। শুক্রবার রাতে তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । এরই প্রাতিবাদে আগামিকাল বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই হাওড়ার আমতা থানা ঘেরাও-এর ডাক দিয়েছে । তাদের অভিযোগ, আনিশ খান হত্যার পর থেকেই তাঁর আত্মীয় সলমান খানকে হুমকি দিচ্ছিল তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী । এ বিষয়ে পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি । শুক্রবারের রাতের ঘটনায় তা আবারও প্রমাণিত হল ।
এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন, "রাজ্য পুলিশ চোর, ডাকাত, দুষ্কৃতীদের নিরাপত্তা দিতেই ব্যস্ত । রাজ্যের সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই । পরিকল্পনামাফিক আনিশ খানকে হত্যা করা হয়েছিল । যে ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন আনিশ খানের খুড়তুতো ভাই সলমান খান । ঘটনার পর থেকে বহুবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল । আমতা থানা-সহ জেলা পুলিশ প্রশাসনকে বিষয়ে অভিযোগ জানিয়েছিল সলমান । তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । শুক্রবার রাতে সলমান খানকে খুনের চেষ্টা হয়। আমরা এই ঘটনায় আমতা থানার কাছে হিসেব চাইতে যাব ।"