কলকাতা, 15 মে : "উনি একাধিকবার বিতর্কে জড়িয়েছেন । এক্তিয়ারের বাইরে গিয়েছেন । একাধিকবার তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে । ওকে সরানো খুব দরকার ছিল ।" রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরানো প্রসঙ্গে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ ।
নরেন্দ্র মোদি ও অমিত শাহর নির্দেশেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের বদলি করা হচ্ছে। এই অভিযোগ বার বার করেছে তৃণমূল কংগ্রেস । এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "ওরা এখন এসব কথা বলবেই । ওরা অফিসারদের সঙ্গে চাকর-বাকরের মতো ব্যবহার করছে । রাজ্য প্রশাসনের উপর থেকে মানুষের আস্থা কমে যাচ্ছিল । মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় নেমে হাঙ্গামা করছেন । আইনের উপর কোনও আস্থাই নেই । কমিশনকেও মানছেন না ।"