পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অত্রিকে সরানো খুব দরকার ছিল, মন্তব্য দিলীপের - tmc

বার বার এক্তিয়ারের বাইরে গিয়েছেন অত্রি ভট্টাচার্য । ওকে সরানো খুব দরকার ছিল ।" বললেন দিলীপ ঘোষ ।

দিলীপ

By

Published : May 15, 2019, 9:05 PM IST

Updated : May 15, 2019, 10:05 PM IST

কলকাতা, 15 মে : "উনি একাধিকবার বিতর্কে জড়িয়েছেন । এক্তিয়ারের বাইরে গিয়েছেন । একাধিকবার তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে । ওকে সরানো খুব দরকার ছিল ।" রাজ্যের স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে সরানো প্রসঙ্গে এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ ।

নরেন্দ্র মোদি ও অমিত শাহর নির্দেশেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের বদলি করা হচ্ছে। এই অভিযোগ বার বার করেছে তৃণমূল কংগ্রেস । এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "ওরা এখন এসব কথা বলবেই । ওরা অফিসারদের সঙ্গে চাকর-বাকরের মতো ব্যবহার করছে । রাজ্য প্রশাসনের উপর থেকে মানুষের আস্থা কমে যাচ্ছিল । মুখ্যমন্ত্রী নিজেই রাস্তায় নেমে হাঙ্গামা করছেন । আইনের উপর কোনও আস্থাই নেই । কমিশনকেও মানছেন না ।"

ফোনে শুনুন দিলীপ ঘোষের বক্তব্য

অন্যদিকে, আজ রাজ্য থেকে IPS অফিসার রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন । এপ্রসঙ্গে, দিলীপবাবু বলেন, "এটা আরও আগে করা উচিত ছিল । রাজীব কুমারের মতো যোগ্য অফিসারকে ঠিক মতো ব্যবহার করা হয়নি। অপব্যবহার করা হয়েছে । কমিশনের এই সিদ্ধান্তের ফলে তাঁর যোগ্যতার সঠিক ব্যবহার হবে । এটা তাঁর পক্ষে ভালো হল ।"

এই সংক্রান্ত খবর :অত্রি ভট্টাচার্যকে সরাল নির্বাচন কমিশন

এই সংক্রান্ত খবর :রাজ্য থেকেই রাজীব কুমারকে সরিয়ে দিল কমিশন

Last Updated : May 15, 2019, 10:05 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details