কলকাতা, 4 ডিসেম্বর: যাদবপুরে ATM জালিয়াতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । এখনও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । বিষয়টি নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে উদ্বেগ প্রকাশ করেছে শাসক ও বিরোধীরা । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন । এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, "আধার লিঙ্কের কারণে এরকম জালিয়াতির ঘটনা ঘটছে। লিংকের ফলে সব পাবলিক হয়ে যাচ্ছে।"
ATM কেলেঙ্কারি নিয়ে বিধানসভার অধিবেশনে গভীর উদ্বেগ শাসক ও বিরোধীদের - সুজন চক্রবর্তী এটিএম কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন
যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।
যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।
গতকাল বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসক এবং বিরোধী পক্ষ । ফিরহাদ বলেন, " স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন কখনও NRC, কখনও সিটিজ়েনশিপ বিল নিয়ে । অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বেসিক কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক নিরাপত্তা যাতে রক্ষা পায় সে বিষয়টি দেখা । কিন্তু এজেন্সিকে সেই কাজে না লাগিয়ে বিরোধীদের শেষ করার কাজে লাগাচ্ছেন । আধার লিঙ্ক করে এমন করে দিয়েছেন যে, ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয় । "