পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ATM কেলেঙ্কারি নিয়ে বিধানসভার অধিবেশনে গভীর উদ্বেগ শাসক ও বিরোধীদের - সুজন চক্রবর্তী এটিএম কেলেঙ্কারির প্রসঙ্গ তোলেন

যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।

Firhad Hakim
ফিরহাদ হাকিম

By

Published : Dec 4, 2019, 3:25 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: যাদবপুরে ATM জালিয়াতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে । এখনও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি । বিষয়টি নিয়ে বিধানসভার অধিবেশন কক্ষে উদ্বেগ প্রকাশ করেছে শাসক ও বিরোধীরা । বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধানসভায় বিষয়টি উত্থাপন করেন । এ প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, "আধার লিঙ্কের কারণে এরকম জালিয়াতির ঘটনা ঘটছে। লিংকের ফলে সব পাবলিক হয়ে যাচ্ছে।"

যাদবপুরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের অ্য়াকাউন্ট থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে । প্রায় ২৫ জনের অভিযোগ জমা পড়েছে যাদবপুর থানায় । নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ । যদিও কীভাবে এই ঘটনা ঘটছে তা নিয়ে পুলিশের ধোঁয়াশা কাটেনি । তাদের সন্দেহ ATM স্কিমিংয়ের মাধ্যমে গ্রাহকদের তথ্য চুরি করা হয়েছিল ।

ফিরহাদ হাকিম

গতকাল বিধানসভা অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসক এবং বিরোধী পক্ষ । ফিরহাদ বলেন, " স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিচ্ছেন কখনও NRC, কখনও সিটিজ়েনশিপ বিল নিয়ে । অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর বেসিক কাজ ভারতবর্ষের মানুষের আর্থিক নিরাপত্তা যাতে রক্ষা পায় সে বিষয়টি দেখা । কিন্তু এজেন্সিকে সেই কাজে না লাগিয়ে বিরোধীদের শেষ করার কাজে লাগাচ্ছেন । আধার লিঙ্ক করে এমন করে দিয়েছেন যে, ব্যাংকে টাকা রাখা নিরাপদ নয় । "

ABOUT THE AUTHOR

...view details