পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস, বড় সাফল্য বিধাননগর পুলিশের - এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস

যৌথ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল বিধান নগর গোয়েন্দা শাখা এবং নারায়নপুর থানার পুলিশ । তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এই জালিয়াতি চক্র কলকাতার বিভিন্ন জায়গায় এটিএম জালিয়াতি করছিল । এবং পুলিশ যাতে ধরতে না পারে তার জন্য বারংবার সিম কার্ড এবং ফোন পাল্টে ফেলছিল । আধার কার্ড এবং অন্যান্য ভুয়ো নথি পত্র ব্যবহার করছিল ।

ATM fraud circle exposed
এটিএম জালিয়াতি চক্রের পর্দাফাঁস

By

Published : Jun 8, 2021, 6:28 AM IST

কলকাতা, 7 জুন : কলকাতাসহ বিভিন্ন জায়গার এটিএম থেকে লক্ষ লক্ষ টাকা উধাও । সম্প্রতি এই খবর সংবাদ শিরোনামে এসেছে । এই মামলায় যুক্ত সন্দেহে আজ বিকেলে তিনজনকে কৈখালী থেকে গ্রেফতার করা হয় । ধৃতরা হল মহম্মদ উকিল, অমিত গুপ্ত, এবং সন্দীপ সিং । এদের কাছ থেকে এক লক্ষ 47 হাজার 710 টাকা, 400 ডলার, ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ছটি মোবাইল ফোন, ছটি ব্যাংকের ডেবিট কার্ড, একটি ল্যাপটপ, নথি ও দুটি পাসপোর্ট।

গত মাসের 30 তারিখ নারায়নপুর থানায় 21 লক্ষ টাকার এটিএম জালিয়াতির অভিযোগ আসে । যৌথ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল বিধান নগর গোয়েন্দা শাখা এবং নারায়নপুর থানার পুলিশ । তদন্তে নেমে পুলিশ জানিয়েছে এই জালিয়াতি চক্র কলকাতার বিভিন্ন জায়গায় এটিএম জালিয়াতি করছিল । এবং পুলিশ যাতে ধরতে না পারে তার জন্য বারংবার সিম কার্ড এবং ফোন পাল্টে ফেলছিল । আধার কার্ড এবং অন্যান্য ভুয়ো নথি পত্র ব্যবহার করছিল ।

বিগত সাত দিন ধরে তাদেরকে বিভিন্ন ভাবে ট্র্যাক করতে শুরু করে পুলিশ । দিল্লিতেও একটি সন্দেহভাজন সন্দেহজনক ব্যাংক ট্রানজেকশন তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের আজ বিকেলে কৈখালী কাছ থেকে গ্রেফতার করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details