কলকাতা, 10 অক্টোবর: ডেঙ্গি অভিযানে গিয়ে এসএসকেএম হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পিছনের ঝুপড়ি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ জানালেন, এসএসকেএম হাসপাতাল পরিচ্ছন্ন হলেও, তার পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা ঝুপড়ি সবচেয়ে বড় সমস্যা ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে ৷ এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আজ হাসপাতালের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ৷
রাজ্যে ডেঙ্গি ক্রমশ প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠছে । মঙ্গলবারেও শহর কলকাতায় দু’জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৷ মশাবাহিত এই রোগ প্রতিরোধ করতে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে করছে কলকাতা পৌরনিগম ৷ সেই বৈঠকের মাঝে ফের এদিন এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে বেরোলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ সেখানে হাসপাতালের স্টাফ কোয়ার্টারেও পরিদর্শন করে ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ৷ সেখানেই তাঁর নজরে আসে কোয়ার্টারগুলির পিছনে থাকা ঝুপড়ি ৷
তিনি বলেন, ‘‘এখানকার প্রতিটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের উপর দায়িত্ব থাকে এসএসকেএম হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজরদারি দেওয়ার ৷ প্রতি সপ্তাহে এক একজন চিকিৎসক নিয়ম মেনে সেই দায়িত্বপালন করেন ৷ সত্যিই এসএসকেএম হাসপাতাল একটা রোল মডেল ৷ আমি অন্যান্য সরকারি হাসপাতালকে এই কথা বলি সবসময় ৷’’