পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Atin Ghosh: এসএসকেএম হাসপাতালের পিছনে থাকা ঝুপড়ি 'ক্রনিক' সমস্যা, বললেন ডেপুটি মেয়র

Atin Ghosh on Dengue Awareness: পরিদর্শনে গিয়ে আরও একবার এসএসকেএম হাসপাতালের সুখ্যাতি ডেপুটি মেয়র অতীন ঘোষের ৷ হাসপাতালের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নিরিখে হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসা করেন অতীন ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 11:00 PM IST

এসএসকেএম হাসপাতালের পিছনে থাকা ঝুপড়ি নিয়ে উদ্বেগপ্রকাশ অতীন ঘোষের

কলকাতা, 10 অক্টোবর: ডেঙ্গি অভিযানে গিয়ে এসএসকেএম হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পিছনের ঝুপড়ি নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা পৌরনিগমের ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ জানালেন, এসএসকেএম হাসপাতাল পরিচ্ছন্ন হলেও, তার পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা ঝুপড়ি সবচেয়ে বড় সমস্যা ডেঙ্গি প্রতিরোধের ক্ষেত্রে ৷ এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আজ হাসপাতালের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ৷

রাজ্যে ডেঙ্গি ক্রমশ প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে উঠছে । মঙ্গলবারেও শহর কলকাতায় দু’জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৷ মশাবাহিত এই রোগ প্রতিরোধ করতে রাজ্য সরকারের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাচ্ছে করছে কলকাতা পৌরনিগম ৷ সেই বৈঠকের মাঝে ফের এদিন এসএসকেএম হাসপাতাল পরিদর্শনে বেরোলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ সেখানে হাসপাতালের স্টাফ কোয়ার্টারেও পরিদর্শন করে ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ ৷ সেখানেই তাঁর নজরে আসে কোয়ার্টারগুলির পিছনে থাকা ঝুপড়ি ৷

তিনি বলেন, ‘‘এখানকার প্রতিটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের উপর দায়িত্ব থাকে এসএসকেএম হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজরদারি দেওয়ার ৷ প্রতি সপ্তাহে এক একজন চিকিৎসক নিয়ম মেনে সেই দায়িত্বপালন করেন ৷ সত্যিই এসএসকেএম হাসপাতাল একটা রোল মডেল ৷ আমি অন্যান্য সরকারি হাসপাতালকে এই কথা বলি সবসময় ৷’’

আরও পড়ুন:আক্রান্তের সংখ্যা হাজার ছুঁতেই মশা মারতে ড্রোন উড়ল দমদমে

কিন্তু, এর বাইরে একটি সমস্যার কথাও তুলে ধরেন তিনি ৷ তাঁকে বলতে শোনা যায়, ‘‘এসএসকেএম হাসপাতালে একটি 'ক্রনিক' সমস্যা আছে ৷ হাসপাতালের স্টাফ কোয়ার্টারের পিছনে একটি ঝুপড়ি রয়েছে ৷ সেখানে পরিচ্ছন্নতায় নজর দিতে হবে ৷ এটি একটি ক্রমিক সমস্যা ৷ আমি এ নিয়ে হাসপাতালের ডিরেক্টরের সঙ্গে কথা বলব ৷’’

তবে, হাসপাতালের ভিতরের পরিচ্ছন্নতা নিয়ে কোনও অভিযোগ নেই অতীন ঘোষের ৷ তিনি জানান, ভিতরের পরিচ্ছন্নতায় হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ঠ নজরদারি চালায় ৷ সেই সঙ্গে স্থানীয় 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কলকাতার সবচেয়ে বড় সুপার স্পেশালিটি হাসপাতালের পরিচ্ছন্নতায় নজর রাখেন ৷’’

ABOUT THE AUTHOR

...view details