কলকাতা, 18 মার্চ : মাত্র 17 বছর বয়সে জীবন শেষ করে ফেলার সিদ্ধান্ত । কুস্তিগীর রীতিকা ফোগটের মৃত্যুতে স্তম্ভিত, আশঙ্কিত ক্রীড়াজগত । বাংলা ক্রিকেট দলের কোচ এবং প্রাক্তন টেস্ট ক্রিকেটার অরুনলাল বলছেন,"এত অল্প বয়সে জীবন শেষ করার কোনও অর্থ নেই । জীবনটা তো শুরুই করেননি । শুরুতেই শেষের কথা । খেলোয়াড়ি জীবনে সাফল্য ব্যর্থতা থাকে । ওঠা পড়ার মধ্যেই জীবনের এগিয়ে চলা ।একজন ক্রিকেটার তাঁর জীবনের সব ক'টি ইনিংসে সফল হবে এমন কথা নেই । তবে ব্যর্থতা থেকে এগিয়ে যাওয়ার শিক্ষা নিতে হবে । পরিবারে এতজন সফল মানুষের লড়াই অনুপ্রেরণা হওয়া উচিত ছিল । তার বদলে একটা ম্যাচ হেরে জীবন শেষ করার অর্থ মেয়েটি সফল হবে ভেবেছে । ব্যর্থ হতে পারে এই চিন্তা কোনও সময় করেনি । তবে যে কোনও মৃত্যু মর্মান্তিক।একই সঙ্গে সবার কাছেই একটা শিক্ষা।"
অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্য়ায় বলছেন, "খবরটা দেখে এবং শুনে খারাপ লাগছে । একজন ক্রীড়াবিদদের জীবন সবসময় সাফল্য ঘেরা থাকবে হতে পারে না । খেলোয়াড়রা ব্যর্থতা থেকেই সাফল্যের রাস্তা তৈরি করে নেয় । আমাদের জীবনে বহুবার হয়েছে । পদক পাব নিশ্চিত ধরে নেওয়া হয়েছে । কিন্তু নির্দিষ্ট দিনে ব্যর্থ হয়েছি । তাই বলে কি জীবন শেষ হয়ে গিয়েছে না শেষ করে দিয়েছি । বরং ফের সফল হওয়ার চেষ্টা করেছি । একটা 17 বছরের মেয়ে । উঠতি প্রতিভা । সে একটা ম্যাচ হেরে জীবন শেষ করে দিল । অথচ তার কাছের মানুষরা একই খেলায় চূড়ান্ত সফল । তাহলে ধরে নিতে হবে রীতিকা সাফল্যের আলোটা পেতে চেয়েছে । ব্যর্থতার যন্ত্রণা সহ্য করার মন তৈরি করেনি । মানসিক জোর তৈরি হয়নি । তবে এটা আমাদের সবার কাছেই শিক্ষা ।"