কলকাতা, 6 এপ্রিল:মাঝ-সপ্তাহে আবারও ভোগান্তির শিকার রেলযাত্রীরা ৷ বিক্ষোভ কর্মসূচিতে বিপর্যস্ত ট্রেন চলাচল ৷ রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এখনও পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের 78 জোড়া ট্রেন বাতিল করতে হয়েছে ৷ কুড়মি সম্প্রদায়ের বিক্ষোভের জেরেই এই পদক্ষেপ করতে হয়েছে রেল কর্তৃপক্ষকে ৷ তাদের তরফে জানানো হয়েছে, এদিন আদ্রা ডিভিশনের অন্তর্গত আদ্রা-চণ্ডীল সেকশনে এবং খড়্গপুর ডিভিশনের খেমাশুলির অন্তর্গত খড়্গপুর-তাতানগর সেকশনে রেললাইন আটকে বিক্ষোভে সামিল হন আদিবাসী কুড়মি সম্প্রদায়ের মানুষ ৷ ফলে ট্রেন চলাচল অনিয়মিত হয়ে পড়ে ৷ 78 জোড়া ট্রেন বাতিল করার পাশাপাশি একাধিক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করতে হয় ৷ বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয় ৷ ফলে, কাজের দিনে দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে ৷
রেল সূত্রে আরও জানা গিয়েছে, এদিন ভোর 5টা থেকে বিক্ষোভ ও অবরোধ শুরু হয় ৷ ফলে আদ্রা ডিভিশন এবং খড়্গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে বহু ট্রেন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে ৷ পরবর্তী ট্রেনগুলির উপরও তার রেশ পড়ে ৷ এর জেরে দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করেও ট্রেন পাননি যাত্রীরা ৷ চরম হয়রানির শিকার হতে হয় তাঁদের ৷ প্রসঙ্গত, এদিনের বাতিল হওয়া ট্রেনের তালিকায় অসংখ্য এক্সপ্রেস ট্রেন ও বেশ কিছু মেল ট্রেন রয়েছে ৷
এদিন সংশ্লিষ্ট দু'টি ডিভিশনে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হল:
হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস
হাওড়া-জগদ্দলপুর এক্সপ্রেস
হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস
টিটানগর-হাওড়া এক্সপ্রেস
হাওড়া-বারবেল জন শতাব্দী এক্সপ্রেস
হাওড়া-কান্তাবাঞ্জি এক্সপ্রেস
রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
হাওড়া ঘাটশিলা মেমু এক্সপ্রেস
হাওড়া-রাঁচি এক্সপ্রেস
চিটলাগড় হাওড়া এক্সপ্রেস