পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বউবাজারে আজ জিনিসপত্র উদ্ধারে নামবে পুলিশ - kolkata police lal bazar

বউবাজারের ক্ষতিগ্রস্ত পরিবারদের ফেলে আসা জিনিসপত্র উদ্ধারে আজ নামবে কলকাতা পুলিশ ।

বউবাজাক

By

Published : Sep 4, 2019, 11:24 AM IST

Updated : Sep 4, 2019, 11:59 AM IST

কলকাতা, ৪ সেপ্টেম্বর : চোখের সামনে ফাটল ধরেছে ঘরগুলোয় । প্রাণ বাঁচাতে ঘর থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছেন অনেকেই । ঘরে রয়ে গেছে মূল্যবান জিনিসপত্র । সেগুলো উদ্ধারে যাওয়ার উপায় নেই । একে জীবনের ঝুঁকি । তার উপর আটকে দিচ্ছে পুলিশ । এমন অবস্থায় দিশেহারা বউবাজারের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন । আজ তাদের সম্পত্তি উদ্ধারে নামবে পুলিশ । লালবাজার সূত্রে খবর, প্রতিটি বাড়ির মালিকের সঙ্গে ঘরগুলোতে যাবে পুলিশকর্মীরা । পরিস্থিতি অনুযায়ী আজ থেকেই চালানো হবে উদ্ধারকাজ ।

শনিবারের আগে বউবাজার ছিল শহরের অন্যতম ব্যস্ত এলাকা । কান পাতলেই দিনভর শুনতে পাওয়া যেত স্যাঁকরাদের ঠুকঠুক আওয়াজ । ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির জেরে আপাতত কর্মহীন সেই কারিগররা । মাথায় হাত পড়েছে স্বর্ণব্যবসায়ীদের । এই বিপর্যয়ের ঘটনায় কোটি টাকার সোনা আটকে বলে দাবি তাদের । পাশাপাশি ওই এলাকার স্থায়ী বাসিন্দাদের সন্দেহ, সুযোগের সদ্ব্যবহার করে সক্রিয় হতে পারে চোরেরা ।

এই সূত্রে ধরেই একজন ডেপুটি কমিশনারের নেতৃত্বে তৈরি করা হয়েছে টিম । তাঁর সঙ্গে আছেন পাঁচজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । তাঁরা বিষয়টি দেখভাল করছেন । পাশাপাশি গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেছেন, “কারও কোনও সম্পত্তি চুরি হবে না । আমরা সেই বিষয়ে পদক্ষেপ করেছি । প্রয়োজনে CCTV দিয়ে নজরদারি চালানো হবে । 24 ঘণ্টাই পুলিশের নজর রয়েছে ওই এলাকায় ।"

যদিও লালবাজার সূত্র থেকে নতুন করে কোনও বাড়ি ভাঙা পড়লে সেই বিষয়ে কী পদক্ষেপ করা হবে তা এখনও পর্যন্ত পরিষ্কার করে জানানো হয়নি ।

Last Updated : Sep 4, 2019, 11:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details