পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Day: পয়লা বৈশাখ বাংলা দিবস, রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল'; সরকারের আনা প্রস্তাব পাশ বিধানসভায় - রাজ্যের সঙ্গীত

West Bengal Day and state song: বাংলা দিবস পয়লা বৈশাখ, আর রাজ্যের সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল' ৷ বিরোধীদের তীব্র বিরোধিতার মধ্যেই সরকারের আনা এই প্রস্তাব পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায় ৷

Mamata Banerjee West Bengal Day
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 2:18 PM IST

Updated : Sep 7, 2023, 7:04 PM IST

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 7 সেপ্টেম্বর:রাজ্যে পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে পালন করা হবে ৷ আর বাংলার সঙ্গীত হবে 'বাংলার মাটি বাংলার জল' ৷ এই মর্মে সরকারের আনা প্রস্তাব পাশ হয়ে গেল রাজ্য বিধানসভায় ৷

বিরোধীরা 20 জুনকে রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে গ্রহণ করার দাবিতে সরব হয় ৷ রাজ্যপাল যাতে এ ক্ষেত্রে তাঁর অনুমোদন না দেন, সে জন্য তাঁর কাছে আর্জি জানানো হবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে পালটা জবাব দিয়ে বলেন,

"রাজ্যপাল সই না করলে আমাদের কিছু যায় আসে না ৷ দেখি জনগণের শক্তি বেশি, নাকি রাজ্যপালের শক্তি বেশি ৷ আমরা পয়লা বৈশাখকেই রাজ্যের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করব ৷"

রাজ্য সরকার কেন বিরোধীদের দাবিমতো 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে মানছে না, এ দিন বিধানসভায় তারও ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী ৷ "তিনি বলেন, বিভিন্ন রাজ্যে ইতিহাস মেনে আইন করে রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালিত হয় ৷ কিন্তু স্বাধীনতার পর এত বছরেও বাংলায় পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়নি ৷ 20 জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হলেও তা সঠিক নয় ৷ সবকিছু চাপিয়ে দিলে সহ্য করব না ৷ কারণ 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাই হয়নি ৷ সেই সময় বহু স্তরে নানা আলোচনা হয়েছিল ৷ অবিভক্ত বাংলার বিধানসভায় আলোচনা হয়েছিল ৷ তারপরেও 2 মাস পশ্চিমবঙ্গ গঠিতই হয়নি ৷ যাদের সঙ্গে বাংলার মানুষের কোনও যোগাযোগ নেই ৷ তারা কীভাবে বাংলার কথা বলবে ৷"

এই নিয়ে বিজেপিকে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, "এখন যখন পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, তাই বিধানসভা থেকে আমরা যদি কিছু না করি, তাহলে ভুল দিনটাই থেকে যাবে ৷ আগামী প্রজন্ম এই ভুল দিনের সাক্ষী হয়ে থাকবে ৷"

মমতা জানান, রাজ্যের দিন হিসেবে পালনের জন্য রাখিবন্ধনের দিন এবং মুখ্যমন্ত্রীর বিশ্ববাংলা প্রতিষ্ঠার দিনটি নিয়েও আলোচনা হয়েছিল ৷ তবে মুখ্যমন্ত্রীর মতে, এমন একটা দিনকে রাজ্যের দিবস করা উচিত যেটি মানুষের মনের সঙ্গে গেঁথে থাকবে ৷ আর পয়লা বৈশাখ হল বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন ৷ এই দিনটিকে শুভদিন হিসেবে ধরা হয় ৷ সবাই এই দিন ব্যবসা শুরু করেন ৷ 99 শতাংশ লোকই বাংলা দিবস হিসেবে পালনের জন্য পয়লা বৈশাখের কথা বলেছেন বলে জানান মমতা ৷

আরও পড়ুন:বিতর্ক এড়িয়ে রাজ্য সঙ্গীত নিয়ে বিবেচনার জন্য 5 সেপ্টেম্বর পর্যন্ত সময় দিলেন মুখ্যমন্ত্রী

এ দিন রাজ্য দিবসের পাশাপাশি রাজ্যের সঙ্গীত হিসেবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে ঘোষণার প্রস্তাবও দেয় রাজ্য সরকার ৷ সেই প্রস্তাবে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই দুটি বিষয়ে মানুষের মতামত নেওয়ার জন্য তিনি রাজনীতি, খেলাধুলা, ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে নবান্নে বৈঠক করেছেন ৷ সবার মতামত নেওয়ার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷

এর আগে রাজ্যের নাম পশ্চিমবঙ্গের পরিবর্তে বাংলা করার জন্য রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবের সমালোচনা করেছিল বিজেপি ৷ সেই প্রসঙ্গ তুলে এ দিন মুখ্যমন্ত্রী বলেন, "ওয়েস্ট বেঙ্গল নামটা সব রাজ্যের পেছনে পড়ে যায় ৷ তাই আমরা বলেছিলাম রাজ্যের নাম বাংলা হয়ে ক্ষতি কী ? এর সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই ৷ পঞ্জাব পাকিস্তানেও আছে এ দেশেও আছে, তাহলে বাংলা নামে একটা দেশ আর একটা রাজ্য থাকতে পারবে না কেন ? আজ আপনারা এটা হতে দেননি ৷ কাল আপনারা যখন ক্ষমতা থেকে উলটোবেন, তখন আমরা এটা করে দেব ৷"

Last Updated : Sep 7, 2023, 7:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details