কলকাতা, 21 ফেব্রুয়ারি: কথায় কথায় ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট, লুঠতরাজ রুখতে এবার কড়া হল রাজ্য সরকার (Bengal Government) । মঙ্গলবার এই সমস্ত সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে রাজ্য বিধানসভায় সংশোধনী বিল পাস করা হল সরকারের তরফে (New Law to Stop Destruction of Property) ৷ ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট 2023 এর মাধ্যমে এবার থেকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তার থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে । এদিন একই সঙ্গে বিলে বলা হয়েছে অভিযুক্ত হিসেবে যাঁকে চিহ্নিত করা হবে তাঁকে আদালত ডাকবে । 180 দিনের মধ্যে দোষ প্রমাণ করতে না পারলে ফেরত দিয়ে দেওয়া হবে বাজেয়াপ্ত করা সম্পত্তি ।
এদিন এই বিষয় নিয়ে আলোচনায় বিজেপি (BJP) বিধায়ক অম্বিকা রায় বন্দে ভারতের উপর হামলার প্রসঙ্গ তোলেন । যদিও এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তাঁর কথায়, এই হামলার বিষয় রাজ্যের এক্তিয়ারভুক্ত নয়, ওটা রেলের আওতাভুক্ত । তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই আইন রাজ্য সরকারের অধীনে থাকা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কার্যকরি হবে । যদিও বিজেপির অভিযোগ, বিরোধীদের অধিকার হরণ করতেই এই বিল আনা হয়েছে ।