পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SFI Protest Rally: শিক্ষামন্ত্রীর আশ্বাসে ভরসা নেই, বিধানসভা অভিযানের ডাক এসএফআইয়ের - এসএফআইয়ের অভিযান

এবার বিধানসভা অভিযানের ডাক দিল এসএফআই ৷ আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI Agitation)

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 25, 2023, 3:58 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি: এবার বিধানসভা অভিযানের ডাক দিল ভারতের ছাত্র ফেডারেশন তথা এসএফআই (assembly agitation of SFI) । এসএফআই-য়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "বিকল্প জনমুখী শিক্ষানীতি এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আগামী 10 মার্চ বিধানসভা অভিযানের ডাক দিচ্ছে ভারতের ছাত্র ফেডারেশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি । আমরা সমস্ত ছাত্র এবং ছাত্রসমাজকে আবেদন করছি এই অভিযানে যোগ দিতে ।"

কারণ গত ছ’বছর ধরে রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তার বাস্তবায়ন ঘটেনি। একইরকম ভাবে গত 23 ফেব্রুয়ারি রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, রাজ্যে পঞ্চায়েত ভোটের পরে ছাত্র সংসদ নির্বাচন হবে । কিন্তু তাতে আশ্বস্ত নয় এসএফআই তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে আগামী মাসে বিধানসভা অভিযানের ডাক দিয়েছে তারা । ছাত্র সংসদ নির্বাচন ছাড়াও কেন স্কুলে স্কুলে ড্রপ আউট বাড়ছে? একাধিক কেন্দ্রীয় স্কলারশিপ কেন বন্ধ? কেন বাড়ছে লেখাপড়ার খরচ; সে সমস্ত প্রশ্নের উত্তর জানতেও এই অভিযান বলে খবর ৷

এসএফআই রাজ্য সভাপতি প্রতিকুর রহমান বলেন, "পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের পর ছাত্রসংসদ নির্বাচন হবে । এইধরনের প্রতিশ্রুতি আমরা আগেও শুনেছি, কিন্তু তা বাস্তবে প্রতিফলিত হয়নি। স্বাভাবিকভাবেই এই ধরনের মৌখিক বক্তব্যে আমাদের ভরসা নেই । বিগত 6 বছর ধরে ছাত্রসমাজের সঙ্গে এই বিষয়ে প্রবঞ্চনা করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রীর মৌখিক ঘোষণা যতক্ষণ না নির্দেশিকা হিসেবে আসছে, ততক্ষণ তা বিশ্বাসযোগ্য নয় । আমাদের দাবি, অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করুক রাজ্য সরকার ।"

বিধানসভা অভিযানের ডাক এসএফআইয়ের

আরও পড়ুন:ওজন 30 কেজি ! দেশের সবচেয়ে বড় টিউমার অস্ত্রোপচারে সাফল্য বারাণসীতে

দীর্ঘদিন ধরে এসএফআই জানাচ্ছে নয়া জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি। এই শিক্ষানীতি একদিকে সাম্প্রদায়িক এবং অন্যদিকে কর্পোরেটদের স্বার্থবাহী বলে অভিযোগ তাঁদের । প্রতিকুর রহমানের কথায়, এ রাজ্যেও গোপনে এই শিক্ষানীতি লাগু করার চেষ্টা চলছে। শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে, মাধ্যমিক পরীক্ষায় 4 লক্ষ পরীক্ষার্থী কমেছে এই বছর। রাজ্যের তৃণমূল সরকার বিকল্প শিক্ষানীতি তৈরী করার কথা বললেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। এক্ষেত্রেও তৃণমূলের তঞ্চকতা প্রকাশিত হচ্ছে ছত্রে ছত্রে অভিযোগ প্রতিকুর রহমানের ৷

ABOUT THE AUTHOR

...view details